আগামীকাল এইচএসসির ফল, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামীকাল মঙ্গলবার প্রকাশিত হবে। বেলা ১১টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হবে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, শিক্ষাবোর্ডের পক্ষ থেকে সাংবাদিকদের ফলাফলের তথ্য সরবরাহ করা হবে এবং তা শিক্ষা বোর্ড থেকেও সংগ্রহ করা যাবে।
প্রতিবছর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এইচএসসি ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করতেন, এরপর শিক্ষা মন্ত্রণালয় সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফলের বিস্তারিত জানাতো।
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ৩০ জুন। তবে সাতটি পরীক্ষার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে পরীক্ষা ১১ আগস্ট পুনরায় শুরু করার সিদ্ধান্ত হলেও, পরীক্ষার্থীদের বিক্ষোভের কারণে শিক্ষা বিভাগ স্থগিত পরীক্ষাগুলো বাতিল করতে বাধ্য হয়।
পরে সিদ্ধান্ত নেওয়া হয়, যেসব বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হবে। আর যেসব বিষয়ের পরীক্ষা বাতিল হয়েছে, সেগুলোর ফলাফল এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ম্যাপিংয়ের মাধ্যমে প্রকাশ করা হবে।
এই বিষয় ম্যাপিংয়ের জন্য একটি নির্দিষ্ট নীতিমালা রয়েছে। এ প্রক্রিয়ায়, একজন পরীক্ষার্থী এসএসসিতে যে বিষয়ে যে নম্বর পেয়েছে, এইচএসসিতে সেই বিষয় থাকলে সেই নম্বরই বিবেচনায় নেওয়া হবে। আর ভিন্ন বিষয়ে ম্যাপিংয়ের ক্ষেত্রে নীতিমালা অনুযায়ী নম্বর নির্ধারণ করে ফলাফল প্রকাশ করা হবে।