18.8 C
Los Angeles
Thursday, January 2, 2025

বিশেষ সংবাদ Featured News

৩৮ বছর ধরে বিষাক্ত তেজস্ক্রিয়তার মধ্যে বাস, চেরনোবিলের পথকুকুরেরা এখন ‘সুপারডগ’!

বিজ্ঞানীদের ধারণা, চেরনোবিলের বিষাক্ত পরিবেশে মানিয়ে নিয়েছে...

বিশ্বের সবচেয়ে বড় ১০ প্রমোদতরি

বিশ্বের সবচেয়ে বড় ১০ প্রমোদতরি,আধুনিক সময়ের প্রমোদতরিগুলো...

আজ বিশ্ব শিক্ষক দিবস

শিক্ষাআজ বিশ্ব শিক্ষক দিবস

আজ বিশ্ব শিক্ষক, আদর্শ শিক্ষকরা সারা জীবন ধরে শিক্ষার আলো ছড়িয়ে যান, যা দেশকে আলোকিত করে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই শিক্ষকদের ত্যাগ আড়ালেই থেকে যায়। গত ১৫ বছর ধরে এসব শিক্ষকদের সম্মাননা দিয়ে আসছে এথিকস ক্লাব বাংলাদেশ। আজ শনিবার, ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য বিষয় হলো ‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’। এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে শিক্ষা মন্ত্রণালয় ‘বিশ্ব শিক্ষক, ২০২৪’ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

বিশ্ব শিক্ষক দিবস প্রথমবারের মতো ১৯৯৫ সালে পালিত হয় এবং তারপর থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বের ১০০টিরও বেশি দেশে উদযাপিত হচ্ছে। ইউনেস্কোর মতে, এই দিবসটি শিক্ষকদের অসামান্য অবদানকে স্বীকৃতি জানাতে পালন করা হয়। এডুকেশন ইন্টারন্যাশনাল এবং তাদের সহযোগী ৪০১টি সদস্য সংগঠন এই দিবস পালনের মূল নেতৃত্ব দেয়।

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি সম্মান জানিয়ে বক্তব্য দেন এথিকস ক্লাব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি এম ই চৌধুরী শামীম এবং প্রধান নির্বাহী দিলারা আফরোজ খান। তাঁরা বলেন, এথিকস ক্লাব বাংলাদেশ প্রতি বছর ২৫ জানুয়ারি ‘জাতীয় নৈতিকতা দিবস’ পালন করে থাকে, যেখানে দেশের সেরা শিক্ষকদের সম্মান জানানো হয়। প্রথম সাত বছর ১ জানুয়ারি নৈতিকতা দিবস পালন করা হলেও পরবর্তীতে পর্যবেক্ষণ অনুযায়ী ২৫ জানুয়ারি তা পালন করা হচ্ছে। তাঁদের প্রস্তাব, এই দিনটি রাষ্ট্রীয়ভাবে ‘নৈতিকতা দিবস’ হিসেবে ঘোষণা করা হোক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটি আন্তর্জাতিক এথিকস দিবস হিসেবে জাতিসংঘে আবেদন করারও জোর দাবি জানানো হয়েছে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles