২০২০ সালে আফগানিস্তানে অন্তত ৫৪ জন পোলিও রোগীর সন্ধান পাওয়া গিয়েছিল। এরপরই তৎকালীন গণতান্ত্রিক সরকার রাষ্ট্রপুঞ্জের সহযোগিতায় টিকাকরণ অভিযান শুরু করে।
তালিবান সরকারের বাধার কারণে আফগানিস্তানে পোলিও টিকাকরণ কর্মসূচি স্থগিত করা হয়েছে, এমন অভিযোগ তুলেছে জাতিসংঘ। সোমবার এ নিয়ে জাতিসংঘের তরফে অভিযোগ করা হয়। এর আগেও তালিবানের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিল, যদিও তাদের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।
২০২০ সালে আফগানিস্তানে অন্তত ৫৪ জন পোলিও রোগীর খোঁজ মেলে। এরপরই তৎকালীন গণতান্ত্রিক সরকার জাতিসংঘের সহযোগিতায় টিকাকরণ অভিযান শুরু করে। তবে শুরু থেকেই তালিবানের একটি গোষ্ঠী পোলিও টিকাদানকে ‘শরিয়তবিরোধী’ বলে অভিহিত করে আসছে। টিকাকর্মীদের উপর হামলা ও হত্যার ঘটনাও ঘটেছে।
২০২১ সালের ১৫ আগস্ট তালিবান কাবুলের নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে। তারপর পোলিও টিকাকরণ কর্মসূচি কিছুদিনের জন্য বন্ধ ছিল। চলতি বছরের সেপ্টেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণ শুরুর ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। তবে তালিবানের হামলার আশঙ্কায় এখন পূর্বনির্ধারিত বিশেষ স্থানে এই কর্মসূচি চালানোর পরিকল্পনা করছে হু।
সুত্র: আনন্দবাজার