11.9 C
Los Angeles
Thursday, January 2, 2025

বিশেষ সংবাদ Featured News

৩৮ বছর ধরে বিষাক্ত তেজস্ক্রিয়তার মধ্যে বাস, চেরনোবিলের পথকুকুরেরা এখন ‘সুপারডগ’!

বিজ্ঞানীদের ধারণা, চেরনোবিলের বিষাক্ত পরিবেশে মানিয়ে নিয়েছে...

বিশ্বের সবচেয়ে বড় ১০ প্রমোদতরি

বিশ্বের সবচেয়ে বড় ১০ প্রমোদতরি,আধুনিক সময়ের প্রমোদতরিগুলো...

আবুধাবিতে সাকিবের অন্যরকম প্রস্তুতি

খেলাধুলাআবুধাবিতে সাকিবের অন্যরকম প্রস্তুতি

আবুধাবিতে সাকিবের, দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলা হয়নি সাকিব আল হাসানের। সবশেষ খেলেননি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরেও তার খেলা না খেলা নিয়ে রয়েছে গুঞ্জন। তবে মাঠের বাইরে সাকিবকে আর থাকতে হচ্ছে না। আবুধাবি টি-টেন লিগের দল ‘বাংলা টাইগার্স’ এর হয়ে মাঠে নামার অপেক্ষায় সাকিব।

সাম্প্রতিক সময়ে বাংলা টাইগার্সের ফেসবুক পেজে চোখ রাখলে দেখা যায় ক্রিকেটে ফিরতে কতটা মরিয়া সাকিব। শুরুতে জিম সেশনে ঘাম ঝরাতে দেখা গেছে তাকে। এরপর ফিটনেস ফিরিয়ে আনতে যা যা করার সব ট্রেনিংয়ের মাধ্যমে নিজেকে শানিত করে যাচ্ছেন সাকিব। গতকাল দেখা গেল ব্যাটিং অনুশীলনও করতে এই অলরাউন্ডারকে। ফ্লাডলাইটের আলোতে বাংলাদেশের কিট পরে চালিয়েছেন ব্যাটিং।

এর আগে সাকিব সদ্যই ওমরাহ পালন করেছেন। এরপরেই যোগ দিলেন বাংলা টাইগার্স দলে। একই দলে তার সতীর্থ আফগান লেগ স্পিন সুপারস্টার রশিদ খান। পরে বাংলা টাইগার্সের ফেসবুক পেইজে আজ এই দুজনের ছবি পোস্ট করা হয়েছিল।

দুজনের ক্যাপশনে লেখা, ‘আবু ধাবি টি-টেন লিগে আমাদের ট্রেনার সাকিবের সঙ্গে সাকিব আল হাসান এবং রশিদ খান।’ আগামী ২১ নভেম্বর থেকে জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে হাল আমলের এই ক্রিকেট লিগ। ১০ ওভারের এই টুর্নামেন্ট চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। ভারত সফরের পর এই টুর্নামেন্ট দিয়েই মাঠে ফিরবেন সাকিব।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles