18.8 C
Los Angeles
Thursday, January 2, 2025

বিশেষ সংবাদ Featured News

৩৮ বছর ধরে বিষাক্ত তেজস্ক্রিয়তার মধ্যে বাস, চেরনোবিলের পথকুকুরেরা এখন ‘সুপারডগ’!

বিজ্ঞানীদের ধারণা, চেরনোবিলের বিষাক্ত পরিবেশে মানিয়ে নিয়েছে...

বিশ্বের সবচেয়ে বড় ১০ প্রমোদতরি

বিশ্বের সবচেয়ে বড় ১০ প্রমোদতরি,আধুনিক সময়ের প্রমোদতরিগুলো...

আসিফের সিনেমা দিয়ে ফিরছেন ঐশী

বিনোদনআসিফের সিনেমা দিয়ে ফিরছেন ঐশী
আসিফ ইসলামের ছবিতে নায়িকা হয়ে ফিরছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ঐশী। কোলাজ

আসিফের সিনেমা দিয়ে, নতুন সিনেমা নিয়ে আসছেন আসিফ ইসলাম। ছবির নাম ‘যাত্রী’। ছবিতে নায়িকা হচ্ছেন ২০২০ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ঐশী। গতকাল মঙ্গলবার খবরটি জানিয়েছেন আসিফ ইসলাম ও ঐশী। ঐশী ছাড়া আপাতত অন্য কোনো শিল্পীর ব্যাপারে কিছু জানাতে চাইছেন না পরিচালক। জানা গেছে, শহরকেন্দ্রিক একটা গল্প নিয়ে হবে ‘যাত্রী’।

জান্নাতুল ঐশী। ছবি: ফেসবুক

দীর্ঘদিন পর নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে আনন্দিত জান্নাতুল ঐশী। তাঁর অভিনীত সর্বশেষ ছবি নূর। ২০২১ সালের নভেম্বরে শেষবারের মতো ছবিটির শুটিং হয়। এই ছবিতে তাঁর নায়ক আরিফিন শুভ। ছবিটির মুক্তির ব্যাপারে এখনো কিছুই জানা যায়নি। নতুন ছবি প্রসঙ্গে বললেন, ‘মাস ছয়েক আগে আসিফ ভাইয়ের প্রথম কথা হয়। গল্পটা শুনে ভালো লাগে। এরপর আর কোনো কথাবার্তা হয়নি। ভেবেছি, আমাকে হয়তো আর নেবেনই না। পরে দেখি, তিনি মস্কো উৎসব নিয়ে ব্যস্ত। কদিন আগে আবার যোগাযোগ করলেন।’

আসিফ ইসলাম বললেন, ‘ভালোবাসার গল্প। এই ধারার ছবি আগে আমি বানাইনি। অনেক আগে গল্পটা লিখেছিলাম কিন্তু বানানো হয়নি। ভালোর জন্যই হয়তো হয়নি। রেখে দিয়েছিলাম। গল্পটার মূল জায়গাটা হচ্ছে এর বলার ধরন। ভালোবাসার গল্প আমরা অনেকেই দেখি, এটার ক্ষেত্রে একই গল্প দুই প্রেক্ষাপটে বলার চেষ্টা করব।’ আসিফ জানালেন, যাত্রী পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মাধ্যমে নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে চান। পুরো ছবির শুটিং ঢাকায় হবে। এই শীতের মৌসুমে কাজটা করব। কারণ, গল্পে শীতের মৌসুমটা দরকার।’

পুরস্কার হাতে ‘নির্বাণ’ ছবির নির্মাতা আসিফ ইসলাম। ছবি: পরিচালকের সৌজন্যে

আসিফ ইসলাম প্রথম যৌথভাবে বানিয়েছিলেন পাঠশালা। এরপর এককভাবে বানিয়েছেন ‘নির্বাণ’। এই সিনেমায় এক কারখানার তিন কর্মীর যাপিত জীবন তুলে এনেছেন আসিফ। সিনেমাটি ৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পায়। ‘যাত্রী’ হবে তাঁর তৃতীয় চলচ্চিত্র।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles