ইসরায়েল-লেবানন সীমান্তে স্থল হামলা,যদিও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই আক্রমণকে ‘সীমিত’ বলে উল্লেখ করেছে। আল-জাজিরা ও দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে মঙ্গলবার (১ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনীর তথ্যমতে, স্থল পথে প্রবেশের আগে সীমান্তের কাছে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আক্রমণ চালানো হয়। এ সময় ইসরায়েল সীমান্তবর্তী এলাকাগুলোতে ব্যাপক বিমান এবং কামান হামলা চালায়। ইসরায়েলি বাহিনী দাবি করেছে, হামলাটি সীমিত এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে চালানো হচ্ছে।
এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট ঘোষণা দিয়েছিলেন যে, হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের পরবর্তী পর্যায় খুব শিগগিরই শুরু হবে এবং প্রয়োজনে স্থল, আকাশ এবং সমুদ্র পথে সব ধরনের উপায় ব্যবহার করা হবে।
অন্যদিকে, হিজবুল্লাহর উপপ্রধান নাঈম কাসেম বলেন, “আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি। ইসরায়েল স্থলপথে আক্রমণের চেষ্টা করলে, প্রতিরোধ বাহিনী তা মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে।”
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, সোমবারের হামলায় কমপক্ষে ৯৫ জন নিহত হয়েছেন। গত দুই সপ্তাহে লেবাননে ইসরায়েলি আক্রমণে ১ হাজারের বেশি মানুষ নিহত এবং ৬ হাজারেরও বেশি আহত হয়েছেন। তবে নিহতদের মধ্যে কতজন বেসামরিক নাগরিক তা নির্দিষ্ট করা হয়নি। সরকারের তথ্য অনুযায়ী, দেশটির প্রায় ১০ লাখ মানুষ, যা মোট জনসংখ্যার পাঁচ ভাগের এক ভাগ, তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।