10.2 C
Los Angeles
Friday, December 13, 2024

বিশেষ সংবাদ Featured News

শীতে কদর বেড়েছে খেজুর রসের

শীতে কদর বেড়েছে, আবহমান বাংলায় শীত মৌসুমে...

২২০০ মাইল পাড়ি দিয়ে অস্ট্রেলিয়ার সৈকতে পেঙ্গুইন!

২২০০ মাইল পাড়ি, অস্ট্রেলিয়ায় পেঙ্গুইনের বসবাস নতুন...

এই পোস্ট এডিটেড, আমি কোনো স্ট্যাটাস পোস্ট করিনি: শবনম ফারিয়া

বিনোদনএই পোস্ট এডিটেড, আমি কোনো স্ট্যাটাস পোস্ট করিনি: শবনম ফারিয়া

এই পোস্ট এডিটেড,ছাত্র-জনতার অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা একটি পোস্টের স্ক্রিনশট আজ বুধবার সকাল থেকে ফেসবুকের বিভিন্ন গ্রুপে দেখা যাচ্ছে। একটি পক্ষ এই পোস্ট অভিনয়শিল্পী ও মডেল শবনম ফারিয়ার বলে দাবি করছে। তবে ফারিয়া জানিয়েছেন, তিনি এ ধরনের কোনো পোস্ট করেননি, বিশেষভাবে রাজনীতিবিষয়ক। তাঁর ভাষ্যে, পোস্টটি সম্পূর্ণ এডিটেড।

শবনম ফারিয়ার নামে ফেসবুকে যে স্ক্রিনশট ছড়িয়েছে, তাতে ঠিক এ রকম লেখা রয়েছে, ‘আজকে কিছু কথা বলতে চাই। হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে। কিন্তু আমি নিরুপায়। আর চুপ করে থাকতে চাই না। ৫ আগস্ট আমরা যেই আশা নিয়ে দ্বিতীয় স্বাধীনতার জন্য উদ্‌যাপন করেছিলাম, সত্যিই কি আমরা সেই স্বাধীনতা পেয়েছি? সেই আমরা তো ছাত্র-জনতার পক্ষে, সারা বাংলার মানুষের কথা চিন্তা করে রাস্তায় নেমেছিলাম। আমরা তো কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে রাস্তায় নামিনি। ছাত্র-জনতার আন্দোলনের নামে তাহলে কি আমাদের ধোঁকা দেওয়া হলো? একজন সমন্বয়ককে দেখলাম স্বীকার করে নিল, বিপ্লব সফল করতে মেট্রোরেলে আগুন দেওয়া, পুলিশ হত্যা এসব তাদের পূর্বপরিকল্পিত ছিল। আমার তো এখন সন্দেহ হচ্ছে, এত এত ছাত্র নিহত হলো, বারান্দায়, বাসার ছাদে নিষ্পাপ শিশুগুলো হত্যার শিকার হলো, এসব কি সত্যিই পুলিশের গুলিতেই হয়েছিল?

শবনম ফারিয়া। ছবি : ফারিয়ার ফেসবুক

নাকি দেশবিরোধী কোনো অপশক্তির চক্রান্ত ছিল এগুলো? আজকের পরিস্থিতিতে আমরা কথা বলতে পারছি না। সামান্য ফেসবুকের একটি পোস্ট দুই–তিনবার কাটাছেঁড়া করতে হয়। শিল্পকলা একাডেমিতে আমার কলিগদের ওপর আক্রমণ করা হলো। এসব নিয়ে অনেকেই কথা বলতে চাচ্ছে, কিন্তু মুখ খোলার সাহস পাচ্ছে না। আজ আমরা যাদের স্বৈরাচারী বলছি, তারা সত্যিই কি স্বৈরাচারী ছিল? গত ১৫ বছরে কখনো তো আমাকে কোনো পোস্ট ডিলিট করতে হয়নি। কেউ জয় বাংলা ধ্বনি দিলে তাকে নির্বিচার মারা হচ্ছে। জয় বাংলা তো শুধু আওয়ামী লীগের স্লোগান না। এটা মুক্তিযুদ্ধের পক্ষের সকলের স্লোগান।’

শবনম ফারিয়াল। ছবি : ফারিয়ার ফেসবুক

এই স্ক্রিনশট নজরে এসেছে শবনম ফারিয়ারও। তিনি সেটিকে ভুয়া বলে আরেকটি পোস্ট দিয়েছেন। তাতে ফারিয়া লিখেছেন, ‘আমি গত তিন দিন ধরে জ্বরে আক্রান্ত। আমি কোনো স্ট্যাটাস পোস্ট করিনি কোনো বিষয়ে, বিশেষভাবে রাজনীতিবিষয়ক! এই পোস্ট সম্পূর্ণ এডিটেড। এটার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। আপনাদের অবস্থা এত খারাপ যে এখন এডিট করে অন্যদের নামে পোস্ট চালায় নিজেদের কথা বলতে হচ্ছে!’

শবনম ফারিয়া সেই পোস্টে এ–ও লিখেছেন, ‘আমি এই পোস্ট দিয়েছি ভেবে যাঁরা খুশি, তাঁরা প্লিজ খুশি হবেন না। আবার লিখছে ১৫ বছরে নাকি কোনো পোস্ট ডিলিট করতে হয় নাই! গত ১৫ বছরে কয়েক হাজার পোস্ট ডিলিট করতে হয়েছে!’ সবশেষে শবনম ফারিয়া লিখেছেন, ‘স্ট্যাটাস দেওয়ার পাঁচ মিনিটে কল চলে আসত, “আপা ডিলিট করেন, সমস্যা হবে।” অন্যদের মতো তেল মারি নাই দেখে কোনো সুযোগ-সুবিধাও পাই নাই! আমার আলোও আসে নাই। আর এমন কোনো স্টেটমেন্ট দিলে সেটা রাখার সাহসও রাখি।’

Check out our other content

Check out other tags:

Most Popular Articles