আমেরিকায় আসন্ন নির্বাচনের আগে প্রশ্ন উঠছে ডেমোক্র্যাট-রিপাবলিকান দুই প্রেসিডেন্ট পদপ্রার্থীর নিরাপত্তা নিয়ে। ট্রাম্পের পর এ বার দুষ্কৃতীদের নিশানায় কমলা হ্যারিস?
কমলা হ্যারিসের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ, ডেমোক্র্যাট নেত্রী কমলা হ্যারিসের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে আরিজোনার সাদার্ন অ্যাভিনিউয়ের প্রিস্ট ড্রাইভে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির নির্বাচনী প্রচার দফতরে গুলি চালানো হয়েছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে সকালে প্রবেশ করার পর গুলি চলার প্রমাণ পাওয়া গেছে। তবে সে সময় দফতরে কেউ উপস্থিত না থাকায় কেউ আহত হয়নি। ঘটনার পর গোয়েন্দাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে, এবং নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।
বুধবার সকালে কর্মীরা দেখতে পান, দফতরের সামনের জানলার কাঁচ ভাঙা। এটি প্রথমবার নয়; গত ১৬ সেপ্টেম্বরও একইভাবে কমলা হ্যারিসের দফতরে গুলি চালানো হয়েছিল।
তখন ছররা বন্দুক দিয়ে জানলাকে লক্ষ্য করে গুলি করা হয়, কিন্তু সেই ঘটনায়ও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এদিকে, আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে আমেরিকায় ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দুই প্রেসিডেন্ট পদপ্রার্থীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
দিন কয়েক আগে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের গল্ফ কোর্সে প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর হামলার চেষ্টা হয়, যেখানে একটি একে-৪৭ রাইফেল ও দুটি ব্যাগ উদ্ধার হয় এবং সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়। জুলাই মাসে পেনসিলভেনিয়ায় ট্রাম্পের প্রচারসভায় গুলি চালানোর ঘটনাও ঘটেছিল। এর ফলে কমলা হ্যারিসের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।
সুত্র: আনন্দবাজার