কুড়িগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ এনামুল,কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হন ২৫ বছর বয়সী এনামুল হক। তার মাথায় এখনও ৭টি রাবার বুলেট রয়েছে, যা অপারেশন করে বের করতে হবে। তবে অর্থের অভাবে পরিবারের পক্ষে এই ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছে না।
জানা যায়, ৪ আগস্ট বিকেলে ভুরুঙ্গামারী থানার সামনে ছাত্র-জনতার একটি মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে, এতে প্রায় ২০ জন আহত হন। গুরুতর আহতদের ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এনামুলও রাবার বুলেটের আঘাতে মাথা, হাত, পা ও পিঠে বিদ্ধ হন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর নিরাপত্তার অভাবে তাকে বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসা চালানো হয়।
এনামুলের বাড়ি ভুরুঙ্গামারী ইউনিয়নের স্কুলপাড়া গ্রামে। তিনি দিনমজুরের কাজ করতেন এবং এক কন্যা সন্তানের পিতা। বাবা মারা যাওয়ার পর তিনি ৬ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। তবে গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তিনি কাজ করতে পারছেন না, ফলে পরিবারটি অর্থনৈতিক সংকটে পড়ে গেছে।
এনামুল জানান, “আমার মাথায় এখনো ৭টি রাবার বুলেট রয়েছে। ডাক্তার বলেছে অপারেশন করতে হবে, কিন্তু অনেক টাকা লাগবে। টাকার অভাবে এখনো অপারেশন হচ্ছে না, শুধু ওষুধ খেয়ে দিন কাটাচ্ছি।”
এনামুলের মা মোছাঃ আমিনা বেগম বলেন, “স্বামী মারা যাওয়ার পর এনামুলের উপার্জনেই সংসার চলতো। এখন সে কাজ করতে পারছে না, আর অপারেশনের খরচ জোগাড় করা যাচ্ছে না। কার কাছে গেলে সাহায্য পাবো জানি না।”
অর্থের অভাবে এনামুলের চিকিৎসা থমকে আছে। স্থানীয়দের সহায়তায় চিকিৎসার শুরুর কিছু অংশ হলেও এখন তার জন্য অপারেশনের প্রয়োজনীয় অর্থ সংগ্রহ কঠিন হয়ে পড়েছে।