9.7 C
Los Angeles
Friday, December 13, 2024

বিশেষ সংবাদ Featured News

শীতে কদর বেড়েছে খেজুর রসের

শীতে কদর বেড়েছে, আবহমান বাংলায় শীত মৌসুমে...

২২০০ মাইল পাড়ি দিয়ে অস্ট্রেলিয়ার সৈকতে পেঙ্গুইন!

২২০০ মাইল পাড়ি, অস্ট্রেলিয়ায় পেঙ্গুইনের বসবাস নতুন...

ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং দীপিকা, ঐশ্বরিয়ারাদের জন্য কতটা চ্যালেঞ্জের

বিনোদনঘনিষ্ঠ দৃশ্যের শুটিং দীপিকা, ঐশ্বরিয়ারাদের জন্য কতটা চ্যালেঞ্জের

ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং দীপিকা, পর্দায় গল্প বা চরিত্রের প্রয়োজনে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গেছে অনেকে ভারতীয় অভিনেত্রীকে। অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের চ্যালেঞ্জ নিয়ে নানা সময় কথা বলেছেন তাঁরা। এখন অনেক সিনেমা, সিরিজের এ ধরনের দৃশ্যধারণ সহজ করতে ইনটিমেসি কো-অর্ডিনেটর নিয়োগ দেওয়া হয়। অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে কী বলেছেন বলিউড তারকারা?

ভূমি পেড়নেকর
নেটফ্লিক্সের অ্যানথোলিজ সিরিজ ‘লাস্ট স্টোরিজ’-এর একটি পর্বে অন্তরঙ্গ দৃশ্য দেখা গিয়েছিল ভূমি পেড়নেকরকে। সেই সিনেমাটি তিনি করেছিলেন গৃহকর্মীর চরিত্র, যার সঙ্গে বাড়ির মালিকের যৌন সম্পর্ক গড়ে ওঠে। বাড়ির মালিকের ভূমিকায় অভিনয় করেন নীল ভূপালাম। সিনেমাটিতে মূলত সম্পর্কের জটিলতা তুলে ধরেছেন পরিচালক।

‘লাস্ট স্টোরিজ’-এ ভূমি পেড়নেকর। নেটফ্লিক্স

এ সিনেমা নিয়ে বলিউড হাঙ্গামাকে ভূমি বলেন, ‘যখন এ সিনেমা করি তখন ইনটিমেসি কো-অর্ডিনেটর নিয়ে কাজ করার চল শুরু হয়নি। দৃশ্যটি সহজ ছিল না; কারণ, আমার শরীরে নামমাত্র পোশাক ছিল। পুরো ইউনিটের সামনে শুটিং খুবই চ্যালেঞ্জিং ছিল। আমি পরিচালকের সঙ্গে কথা বলে একটা সীমারেখা নির্ধারণ করেছিলাম।’

দীপিকা পাড়ুকোন
‘গেহরেইয়া’ সিনেমায় সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে খোলামেলা দৃশ্যে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে, যা চমকে দিয়েছিল তাঁর অনেক পাড় ভক্তকে। ইটাইমসে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে দীপিকা বলেন, ‘পরিচালক শকুন বাত্রা আমাকে আশ্বস্ত করেছিল দৃশ্যটি শৈল্পিকভাবে ধারণ করা হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ; কারণ, আপনাকে এ ধরনের দৃশ্যের শুটিংয়ের আগে নিরাপদবোধ করতে হবে। কারণ, ভারতীয় সিনেমায় এ ধরনের দৃশ্য সেভাবে দেখা যায় না।’

‘গেহরেইয়া’ সিনেমায় দীপিকা পাড়ুকোন। আইএমডিবি

রাধিকা আপ্তে
‘পার্চড’ ও ‘দ্য ওয়েডং গেস্ট’ সিনেমায় নগ্ন দৃশ্যে অভিনয় করতে দেখা যায় রাধিকা আপ্তেকে। এ ধরনের দৃশ্য ধারণের জন্য নিরাপদ পরিবেশ কতটা জরুরি, সেটা নিয়ে কথা বলেছিলেন অভিনেত্রী। হিন্দুস্তান টাইমসকে রাধিকা বলেন, ‘এ ধরনের দৃশ্য ধারণের জন্য আপনাকে সৎ হতে হবে। পাত্র–পাত্রীদের সঙ্গে কথা বলতে হবে, নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে। এ ধরনের দৃশ্যের শুটিংয়ের জন্য ইনটিমেসি কো-অর্ডিনেটর খুবই গুরুত্বপূর্ণ।’

সাক্ষাৎকারে রাধিকা জানান, কেন তিনি দৃশ্যটি করতে রাজি হয়েছিলেন। তাঁর ভাষ্যে, ‘আমি রাজি হয়েছিলাম; কারণ, নির্মাতার দর্শনের সঙ্গে আমি একমত ছিলাম। দৃশ্যটিতে নির্মাতা যা বলতে চেয়েছেন, সেটা অন্তরঙ্গভাবে ধারণ না করা হলে বলা সম্ভব ছিল না।’

ঐশ্বরিয়া রাই বচ্চন
করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমায় রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায় ঐশ্বরিয়া রাই বচ্চনকে। এ প্রসঙ্গে ফিল্মফেয়ারকে অভিনেত্রী বলেন, ‘দৃশ্যটি দারুণভাবে ধারণ করা হয়। পর্দায় রসায়ন তুলে ধরতে এটা দরকার ছিল। করণ হয়তো আরও বেশি কিছু দেখাতে চেয়েছিল, তবে আমি নিজের সীমার মধ্যেই ছিলাম।’

Check out our other content

Check out other tags:

Most Popular Articles