18.4 C
Los Angeles
Wednesday, November 6, 2024

বিশেষ সংবাদ Featured News

স্বচালিত ট্রাক্টর চাষাবাদে বিপ্লব ঘটাবে

স্বচালিত ট্রাক্টর, কানাডায় খামারিদের চাষাবাদে বিপ্লব ঘটাতে...
00:04:00

আওয়ামী লীগের দেড় ডজন মন্ত্রী-এমপি বিএনপিতে যোগদানের চেষ্টা?

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৪:বাংলাদেশের রাজনীতিতে এক নতুন...

ঘুধায় বিশ্বে প্রতিদিন মারা যাচ্ছে ২১ হাজার মানুষ

আন্তর্জাতিকঘুধায় বিশ্বে প্রতিদিন মারা যাচ্ছে ২১ হাজার মানুষ

ঘুধায় বিশ্বে, শ্বজুড়ে সংঘাতের কারণে অনাহার রেকর্ড মাত্রায় পৌঁছেছে। দাতব্য সংস্থা অক্সফামের একটি নতুন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে যুদ্ধরত পক্ষগুলোর বিরুদ্ধে খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার এবং ত্রাণ সহায়তা অবরুদ্ধ করার অভিযোগ আনা হয়েছে।

বুধবার বিশ্ব খাদ্য দিবসে অক্সফাম প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাতে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে ক্ষুধায় প্রতিদিন সাত হাজার থেকে ২১ হাজার মানুষ মারা যাচ্ছে।

‘খাদ্য যুদ্ধ’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, ৫৪টি দেশে সংঘাতের পরিস্থিতি পর্যালোচনা করে দেখা গেছে বিশ্বে আজ প্রায় ১৮ কোটি ১৬ লাখ মানুষ তীব্র অনাহারের সম্মুখীন। সংঘাত এই দেশগুলোতে জোরপূর্বক বাস্তুচ্যুতির একটি প্রধান চালকও হয়েছে, যা এখন রেকর্ড ১১ কোটি ৭০ লাখে পৌঁছেছে।

অক্সফাম জোর দিয়ে বলেছে, সংঘাত শুধুমাত্র অনাহারের মাত্রাকে তীব্র করে না, বরং যুদ্ধরত পক্ষগুলো সক্রিয়ভাবে খাদ্য, পানি ও বিদ্যুতের অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে। একইসঙ্গে খাদ্য সহায়তাকে বাধা দিয়ে খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে সংঘাত।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles