চার মামলায় জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার, ৩২ আসামির জামিন বাতিল করা হয়েছে। বুধবার বান্দরবানের জেলা ও দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইকবাল করিম জানিয়েছেন, জামিনের শর্ত পূর্ণ না হওয়ায় আদালত ৩২ জনের জামিন বাতিলের নির্দেশ দেন।
জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিনের স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়েছে, আসামিদের পক্ষে দাখিল করা জামিননামায় দেখা যায় যে, প্রতিটি আসামির জামিনদার একই ব্যক্তি—ইমান হোসেন, যিনি বান্দরবান সদরের থানা কোয়ার্টারের মো. খলিলের ছেলে। তবে আসামিরা বিভিন্ন জেলার হলেও তাদের এলাকার কোনো গণ্যমান্য ব্যক্তি জামিনদার ছিলেন না।
আদেশে আরও বলা হয়, চারটি মামলার জামিনদার একই ব্যক্তি, যার বাড়ি বান্দরবানে। কিন্তু কোনো আসামির বাড়ি বান্দরবানে নয়। ফলে জামিনের শর্ত ভঙ্গ হয়েছে, এবং এ কারণে জামিন গ্রহণযোগ্য নয় বলে ঘোষণা করা হয়।
এর আগে, মঙ্গলবার চারটি মামলায় গ্রেপ্তার হওয়া এই ৩২ জনকে জামিন দিয়েছিলেন বান্দরবানের জেলা ও দায়রা জজ।
আসামিদের মধ্যে থানচি থেকে ২১ জন, রুমা থেকে চারজন, নাইক্ষ্যংছড়ি থেকে দুজন এবং বান্দরবান সদর থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের বিরুদ্ধে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আস্তানায় প্রশিক্ষণ নেওয়া এবং বিভিন্ন স্থানে জঙ্গি তৎপরতার অভিযোগ আনা হয়েছিল। পাহাড়ে কেএনএফের সন্ত্রাসী কার্যক্রম দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় র্যাব বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।