18.8 C
Los Angeles
Thursday, January 2, 2025

বিশেষ সংবাদ Featured News

৩৮ বছর ধরে বিষাক্ত তেজস্ক্রিয়তার মধ্যে বাস, চেরনোবিলের পথকুকুরেরা এখন ‘সুপারডগ’!

বিজ্ঞানীদের ধারণা, চেরনোবিলের বিষাক্ত পরিবেশে মানিয়ে নিয়েছে...

বিশ্বের সবচেয়ে বড় ১০ প্রমোদতরি

বিশ্বের সবচেয়ে বড় ১০ প্রমোদতরি,আধুনিক সময়ের প্রমোদতরিগুলো...

ট্রাম্পের সমাবেশে কমলাকে ‘যৌনকর্মী’ ‘শয়তান’ বলে আক্রমণ

আন্তর্জাতিকট্রাম্পের সমাবেশে কমলাকে ‘যৌনকর্মী’ ‘শয়তান’ বলে আক্রমণ

ট্রাম্পের সমাবেশে কমলাকে, প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে আক্রমণ করতে গিয়ে তাঁকে নিয়ে ‘বর্ণ ও লিঙ্গবিদ্বেষী’, ‘অশালীন’ এবং ‘কুরুচিপূর্ণ’ কথা বলা অব্যাহত রেখেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর মিত্ররা।

গত রোববার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে জনসমাবেশ করেন ট্রাম্প। সেখানে তিনি কমলাকে ‘একজন ধ্বংসাত্মক মানুষ, যিনি নিজের চলার পথে সবকিছু ধ্বংস করে দিয়ে যান’ বলে বর্ণনা করেন।

ট্রাম্প এদিন মঞ্চে বক্তৃতা দিতে আসার আগে তাঁর কয়েকজন মিত্র বক্তৃতা করেন। তাঁদের একজন পুয়ের্তো রিকোকে ‘বর্জ্যের ভাসমান দ্বীপ’ বলেন। অন্য একজন বলেন, কমলা হ্যারিস, যিনি যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হতে চাইছেন, তিনি ‘তাঁর ক্যারিয়ার (পেশাজীবন) শুরু করেছেন একজন যৌনকর্মী হিসেবে’।

ম্যাডিসন স্কয়ার গার্ডেনের সমাবেশ নিয়ে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, সে রাতে সমাবেশে স্ট্যান্ড আপ কমেডিয়ান (যিনি মঞ্চে দাঁড়িয়ে সরাসরি কৌতুক করেন) টনি হিঞ্চক্লিফে বলেন, ‘আমি জানি না, আপনারা হয়তো জানতে পারেন, এ মুহূর্তে সমুদ্রের মাঝখানে সত্যিই একটি ভাসমান বর্জ্যের দ্বীপ রয়েছে। আমার মনে হয়, এটাকে পুয়ের্তো রিকো নামে ডাকা হয়।’

এই বক্তার চেয়েও কুরুচিপূর্ণ কথা বলেন অন্য বক্তারা।

ট্রাম্পের শৈশবের বন্ধু ডেভিড রেম কমলাকে ‘খ্রিষ্টধর্মের বিরোধী’ এবং ‘শয়তান’ বলে উল্লেখ করেন।

ব্যবসায়ী গ্রান্ট কারডন উপস্থিত ভিড় লক্ষ করে বলেন, ‘কমলা এবং তাঁর (যৌনকর্মের) দালালেরা আমাদের দেশকে ধ্বংস করে দেবে।’

সমাবেশ মঞ্চে ট্রাম্প এবং তাঁর মিত্রদের এমন বক্তব্যের পর রিপাবলিকান দলেও এসব বক্তব্য নিয়ে সমালোচনা হচ্ছে। ওই সমালোচনার জবাবে গতকাল মঙ্গলবার ট্রাম্প ম্যাডিসন স্কয়ার গার্ডেনের সমাবেশকে ‘ভালোবাসার উৎসব’ বলেছেন। তবে তাঁর মিত্রদের বক্তব্য নিয়ে তিনি এদিন কোনো কথা বলেননি।

গত রোববার রাতের এই সমাবেশ কয়েক ঘণ্টা ধরে চলে। ট্রাম্প বলেন, ‘এমন ভালোবাসা কেউ কখনো পায়নি।’ সমাবেশে ট্রাম্পের স্ত্রী মেলানিয়া হাজির হয়েছিলেন।

ট্রাম্পের এবারের নির্বাচনী প্রচারণায় মেলানিয়াকে খুব বেশি দেখা যাচ্ছে না। মেলানিয়া ছাড়াও মার্কিন ধনকুবের ইলন মাস্ক ওই সমাবেশে এসেছিলেন।

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে ভোট হচ্ছে। যদিও দেশজুড়ে আগেই আগাম ভোট শুরু হয়ে গেছে।

এবারের জনমত জরিপে ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

সুত্র: এপি

Check out our other content

Check out other tags:

Most Popular Articles