রাজধানীতে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক জানান, সংঘর্ষে ১৪ জন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে আছেন ঢাকা কলেজের অভি, মুসা, আব্দুল্লাহ, সিয়াম (১৮), বাধন (১৭), আব্দুল্লাহ (১৭), তৌহিদুর রহমান (১৭), সামির (১৭), বকতিয়ার (১৭) এবং শামীম (১৭)। অন্যদিকে, আইডিয়াল কলেজের শিক্ষার্থী উসাইব (১৮), তানভির (২০) ও সিয়াম (১৭) আহত হয়েছেন।
এ সময় রাস্তা দিয়ে হেঁটে যাওয়া গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ইয়াছিন আরাফাতও ইটের আঘাতে আহত হন। ঢাকা কলেজের আহত শিক্ষার্থীরা জানায়, তাদের কলেজে নবীনবরণ অনুষ্ঠান চলছিল।
অনুষ্ঠান শেষে বিজয় চত্ত্বরের নাঈমের গলি গেটের সামনে পৌঁছালে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে শুরু করে, যার ফলে কয়েকজনের মাথায় আঘাত লাগে।
এক আহত শিক্ষার্থী জানান, শোনা গেছে, সকালে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থীকে কেউ মারধর করে, আর তারা ধারণা করে যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা জড়িত। সেই অভিযোগের ভিত্তিতে তারা ঢাকা কলেজের ক্যাম্পাসে এসে হামলা চালায়।
নিউ মার্কেট থানার ওসি মহসিন উদ্দিন বলেন, ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের নতুন শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও সকালে কোনো একটি বিষয়ে কথা কাটাকাটি হয়েছিল, যা থেকে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে।