দেশে গ্যাস বিলের বকেয়া, দেশে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছে গ্যাস বিলের বকেয়া পরিমাণ গত আগস্ট পর্যন্ত দাঁড়িয়েছে প্রায় ৩০ হাজার কোটি টাকা। এর মধ্যে বিদ্যুৎকেন্দ্রগুলোর কাছে পাওনা ১৯ হাজার কোটি টাকার বেশি এবং সরকারি সার কারখানার কাছে ২ হাজার ৩০০ কোটি টাকা। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) আয়োজিত এক মতবিনিময় সভায় এই তথ্য জানানো হয়।
সভায় পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার জানান, শিল্প খাতে গ্যাসের মূল্য বেশি হওয়ায় পাওনা আদায়ের হারও তুলনামূলকভাবে বেশি। বকেয়া বিল আদায়ের জন্য আন্তমন্ত্রণালয় আলোচনা চালিয়ে যাচ্ছে পেট্রোবাংলা। একইসঙ্গে, গ্যাস উৎপাদনের ঘাটতি মোকাবিলায় নতুন ৫০টি কূপ খননের কাজ চলছে এবং সমুদ্রে ও স্থলভাগে গ্যাস অনুসন্ধান জোরদার করা হয়েছে।
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে পেট্রোবাংলা জানিয়েছে, গত বছরে ১৮৬টি অভিযানে ২ লাখের বেশি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, যা দৈনিক প্রায় ২ কোটি টাকার গ্যাস সাশ্রয় করেছে। এ বছর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৯৫টি অভিযানে ১ লাখের বেশি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, যার ফলে দৈনিক ১ কোটি ৪১ লাখ টাকা সাশ্রয় হয়েছে। তিতাস গ্যাস কোম্পানি বলছে, সাম্প্রতিক অভিযানে শুধুমাত্র কেরানীগঞ্জ থেকে ৬৭টি অবৈধ শিল্প সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, যা উল্লেখযোগ্য সাফল্য।
সভায় পেট্রোবাংলার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান জোরদার করার ব্যাপারে গুরুত্বারোপ করা হয়।