14.9 C
Los Angeles
Wednesday, November 6, 2024

বিশেষ সংবাদ Featured News

স্বচালিত ট্রাক্টর চাষাবাদে বিপ্লব ঘটাবে

স্বচালিত ট্রাক্টর, কানাডায় খামারিদের চাষাবাদে বিপ্লব ঘটাতে...
00:04:00

আওয়ামী লীগের দেড় ডজন মন্ত্রী-এমপি বিএনপিতে যোগদানের চেষ্টা?

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৪:বাংলাদেশের রাজনীতিতে এক নতুন...

ধৈর্যের পরীক্ষা নেবেন না, মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দিন: রুমিন ফারহানা

রাজনীতিধৈর্যের পরীক্ষা নেবেন না, মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দিন: রুমিন ফারহানা

ধৈর্যের পরীক্ষা নেবেন না,বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা বলেছেন, ‘ভোটের কোনো আলামত দেখছি না। সাবধান করে দিচ্ছি, এ দেশের মানুষ ভোটের জন্য বারবার আন্দোলন করেছে এবং রক্ত দিয়েছে। ধৈর্যের পরীক্ষা নেবেন না। জনগণকে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিন। মানুষ যাকে পছন্দ করবে, তাকেই বেছে নেবে। এই দেশ চলবে জনগণের রায়ে।’

আজ রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে আয়োজিত এক সভায় রুমিন ফারহানা এসব কথা বলেন। এই আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয় ভাষাসংগ্রামী অলি আহাদের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে।

সভায় সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা আরও বলেন, ‘ক্ষমতায় আসবে সেই, যাকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে। বিনা ভোটের সরকারকে আর বাংলাদেশে আসতে দেব না।’

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার বারবার ক্ষমতায় এসে জনগণের ওপর অত্যাচার করেছে। তিনি বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টের পর দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। কোনো বাড়িতে কান্না হয়নি, কেউ আফসোস করেনি। এত বছর পর আবার ৫ আগস্ট একই ঘটনা ঘটেছে। হাসিনা পালিয়েছে, আর মানুষ মুক্তির আনন্দে উল্লাস করেছে। আওয়ামী লীগকে তখন আর খুঁজে পাওয়া যায়নি।’

শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমান মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা। সভায় আরও বক্তব্য দেন ডেমোক্রেটিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, জেলা বিএনপির সাবেক সহসভাপতি শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান, জেলা যুবদলের সাবেক সদস্যসচিব আলী আজম, সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, এবং আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি মমিন হোসেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles