নিউইয়র্ক ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড চেম্বার এক্সপো ২০২৪, গতকাল মঙ্গলবার টাইমস স্কয়ারের ম্যারিয়ট মারকিউজ হোটেলে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই প্রদর্শনীতে নিউইয়র্কের ৮৩টি এবং বাংলাদেশের ৩১টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে, যা এ পর্যন্ত সবচেয়ে বড় অংশগ্রহণ হিসেবে বিবেচিত।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খ্যাতনামা অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশেষ ফেলো, দেবপ্রিয় ভট্টাচার্য। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “নিউইয়র্কে এই প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হলো, যা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে।”
গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের সভাপতি ও সিইও মার্ক জেফি স্বাগত বক্তব্যে জানান, গত তিন বছর ধরে এই আয়োজন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে।
বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম বিশেষ অতিথির বক্তব্যে বলেন, “ড. ইউনূসের মতো ব্যক্তিত্বের নেতৃত্বে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক অংশীদারিত্বকে আরও উচ্চতায় নিয়ে যেতে পারবে, যা আমাদের সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব।”
বাংলাদেশ-ইউএস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্স এবং ইউএসএ-বাংলা বিজনেস লিংকের যৌথ আয়োজনে এই প্রদর্শনীতে অংশ নিয়েছে হ্যান্ডিলুম, হ্যান্ডিক্রাফট, আইটি ও সফটওয়্যার, মেডিকেল ও ফার্মাসিউটিক্যাল, মোবাইল ও টেলিকমিউনিকেশন, ব্যাংকিং ও ফিন্যান্স, নিউট্রিশন ও বেভারেজ, চামড়া ও চামড়াজাত পণ্য, অ্যাগ্রো প্রসেসিং, ফুড অ্যান্ড বেভারেজ, ক্যাপিটাল মার্কেট, আবাসন, প্রবাসী আয়, ট্যুরিজম ও জ্বালানি খাতের প্রতিষ্ঠানগুলো।
এ প্রদর্শনী বাংলাদেশের পণ্য ও সেবা বিদেশে তুলে ধরার মাধ্যমে ব্যবসা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রদর্শনীর পাশাপাশি সেমিনার, প্রবন্ধ উপস্থাপন এবং অন্যান্য আয়োজনে বাংলাদেশি ও মার্কিন ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন এবং বিভিন্ন স্টলে নিজেদের পণ্য প্রদর্শন করেন।