10.2 C
Los Angeles
Friday, December 13, 2024

বিশেষ সংবাদ Featured News

শীতে কদর বেড়েছে খেজুর রসের

শীতে কদর বেড়েছে, আবহমান বাংলায় শীত মৌসুমে...

২২০০ মাইল পাড়ি দিয়ে অস্ট্রেলিয়ার সৈকতে পেঙ্গুইন!

২২০০ মাইল পাড়ি, অস্ট্রেলিয়ায় পেঙ্গুইনের বসবাস নতুন...

নিলামের আগে ছেড়ে দিয়েছে চেন্নাই, তাঁকেই আবার ফেরানোর কথা ভাবছেন ধোনিরা

খেলাধুলানিলামের আগে ছেড়ে দিয়েছে চেন্নাই, তাঁকেই আবার ফেরানোর কথা ভাবছেন ধোনিরা

৩১ অক্টোবর আইপিএলের সব দল জানিয়ে দিয়েছে কোন কোন ক্রিকেটারকে ধরে রাখবে তারা। মহেন্দ্র সিংহ ধোনি, রুতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাডেজা, শিবম দুবে এবং মাথিসা পাথিরানাকে ধরে রেখেছে চেন্নাই।

নিলামের আগে পাঁচ জন ক্রিকেটারকে ধরে রেখেছে চেন্নাই সুপার কিংস। নিয়ম অনুযায়ী, নিলামে এক জন ক্রিকেটারকে আরটিএম (রাইট টু ম্যাচ) কার্ড ব্যবহার করে দলে ফেরাতে পারবে তারা। কোন ক্রিকেটারের জন্য এই কার্ড ব্যবহার করতে পারে চেন্নাই?

নিলামের আগে ছেড়ে দিয়েছে চেন্নাই, ৩১ অক্টোবর আইপিএলের সব দল জানিয়ে দিয়েছে কোন কোন ক্রিকেটারকে ধরে রাখবে তারা। মহেন্দ্র সিংহ ধোনি, রুতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাডেজা, শিবম দুবে এবং মাথিসা পাথিরানাকে ধরে রেখেছে চেন্নাই। ফলে নিলামে এক জন ক্রিকেটারের জন্য আরটিএম কার্ড (গত মরসুমে দলে থাকা কোনও ক্রিকেটারকে নিলামে ওঠা দামে আবার ফিরিয়ে নেওয়ার সুযোগ।) ব্যবহার করতে পারে তারা। সেই ক্রিকেটার হতে পারেন ডেভন কনওয়ে।

অলরাউন্ডার রাচিন রবীন্দ্রকে ফেরানো হতে পারে বলে মনে করা হচ্ছিল। তবে সূত্রের খবর, চেন্নাই ফেরাতে চাইছে কনওয়েকে। ২০২২ সালে বাঁহাতি ব্যাটারকে দলে নিয়েছিল চেন্নাই। ২০২৩ সালে ধারাবাহিক ভাবে খেলেছেন তিনি। দলকে আইপিএল জেতানোর নেপথ্যে ছিল তাঁর ব্যাট। চোটের কারণে ২০২৪ সালের আইপিএলে যদিও খেলতে পারেননি কনওয়ে।

২০২৪ সালে রাচিন খেলেছিলেন চেন্নাইয়ের হয়ে। ১০ ম্যাচে করেছিলেন ২২২ রান। চারটি ম্যাচে খেলানো হয়নি তাঁকে। তবে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে রান পেয়েছেন রাচিন। এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রবিচন্দ্রন অশ্বিনকে কিনতে পারে চেন্নাই। ২০১৫ সালে সেই দলের হয়েই আইপিএল অভিষেক হয়েছিল ভারতীয় স্পিনারের। ২০১৮ সালে চেন্নাই তাঁকে নেওয়ার চেষ্টা করলেও সফল হয়নি। ধোনির নেতৃত্বে চেন্নাইয়ের হয়ে বেশ কিছু ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন অশ্বিন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles