শিক্ষা ও গবেষণা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) আগামী ১২ সেপ্টেম্বর হল খুলে দেওয়ার এবং ২২ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটরিয়ামে প্রফেসর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং শিক্ষকদের উপস্থিতিতে সুচিন্তিত মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ সেকশন অফিসার মো. রনি ইসলাম এ তথ্য জানান।
সভায় প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান শিক্ষার্থীদের প্রধান স্টেকহোল্ডার হিসেবে আখ্যা দিয়ে বলেন, শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি এড়াতে হল খোলা এবং ক্লাসে ফিরে যাওয়া আমাদের প্রধান অগ্রাধিকার। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দাবির যথাযথ মূল্যায়ন এবং কারিকুলামের মান বজায় রাখতে আমরা তৎপর রয়েছি। তিনি উপস্থিত শিক্ষকদের একাডেমিক কার্যক্রমকে গতিশীল করতে সময়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।