বিএনপি চায় না,বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ আজ বলেছেন, রাষ্ট্রপতির পদ নিয়ে দেশের সাংবিধানিক সংকট তৈরি করা বিএনপির উদ্দেশ্য নয়। তিনি বলেন, রাষ্ট্রপতি কোনো ব্যক্তির বিষয় নয়, এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। দেশের ফ্যাসিবাদী শক্তি সাংবিধানিক ও রাষ্ট্রীয় সংকট তৈরি করতে চায়, তাই সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
এ বক্তব্য দেন তিনি আজ বেলা সাড়ে ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির তিনজন নেতার বৈঠকের পর। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরীও উপস্থিত ছিলেন।
সম্প্রতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শেখ হাসিনার পদত্যাগের দাবিকে ভিত্তিহীন বলে মন্তব্য করেন, যার পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটি সংগঠন রাষ্ট্রপতির পদত্যাগের দাবি তুলেছে। এর পরিপ্রেক্ষিতে বিএনপি নেতারা আজকের বৈঠকে সাংবিধানিক সংকট না ঘটানোর প্রয়োজনীয়তার কথা বলেন।