বৈরুতে ইসরায়েলি হামলা,ইসরায়েল বেশ কিছুদিন ধরে লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন স্থানে বিমান হামলা চালাচ্ছে। গত শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত তারা হিজবুল্লাহর ১৪০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এ সময় দক্ষিণ বৈরুতের হিজবুল্লাহ ঘাঁটিগুলোতে হামলা ছিল বিশেষভাবে তীব্র। প্রত্যক্ষদর্শীরা বলছেন, শুক্রবারের ওই হামলা ২০০৬ সালের যুদ্ধের পর থেকে সবচেয়ে ভয়াবহ। সেই দিনেই হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন।
ইসরায়েল বৈরুতে হামলার সময় কী ধরনের বোমা ব্যবহার করছে, তা জানতে আল–জাজিরা সামরিক ও নিরাপত্তা বিশ্লেষক ইলিয়াস ম্যাগনিয়ারের সঙ্গে কথা বলেছে। ম্যাগনিয়ার জানিয়েছেন, ‘আমাদের কাছে ইসরায়েলি বিমানবাহিনীর তথ্য রয়েছে। তারা বলেছে, ৮৫ টন বিস্ফোরক ব্যবহার করেছে। প্রতিটি বোমার ওজন ছিল এক টন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য।
বিশ্লেষকের মতে, এই হামলার ফলে বৈরুতে ভূমিকম্পের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তিনি আরও বলেন, ‘আমি বৈরুতের বিভিন্ন স্থানের মানুষের সঙ্গে কথা বলেছি। তাদের সবার মনে হচ্ছিল, যেন বোমা তাদের ঘরের পাশে পড়ছে। বৈরুতের মতো একটি জনবহুল শহরের জন্য এটি অত্যন্ত ভয়ংকর।’
ম্যাগনিয়ার বলেছেন, ইসরায়েল সম্ভবত দুটি ধরনের বোমা ব্যবহার করেছে—
সুত্র: আল জাজিরা