18.4 C
Los Angeles
Wednesday, November 6, 2024

বিশেষ সংবাদ Featured News

স্বচালিত ট্রাক্টর চাষাবাদে বিপ্লব ঘটাবে

স্বচালিত ট্রাক্টর, কানাডায় খামারিদের চাষাবাদে বিপ্লব ঘটাতে...
00:04:00

আওয়ামী লীগের দেড় ডজন মন্ত্রী-এমপি বিএনপিতে যোগদানের চেষ্টা?

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৪:বাংলাদেশের রাজনীতিতে এক নতুন...

মাধুরীকে দেখে মুখ পুড়িয়ে ফেলেছিলেন অজয় দেবগন

বিনোদনমাধুরীকে দেখে মুখ পুড়িয়ে ফেলেছিলেন অজয় দেবগন

মাধুরীকে দেখে মুখ,মাধুরী দীক্ষিতের সৌন্দর্যে মোহিত নিজের মুখ পুড়িয়ে ফেলেছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা-প্রযোজক অজয় দেবগন। ২০০১ সালে ‘ইয়ে রাস্তে হ্যায় প্যায়ার কে’ ছবির শুটিং চলাকালে এমন কাণ্ড ঘটেছিল। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে অজয় দেবগন নিজেই এ কথা জানিয়েছেন। 

মাধুরী দীক্ষিতের সৌন্দর্যে মোহিত হয়ে যাওয়ার কথা বলতে গিয়ে অজয় জানান, ‘ইয়ে রাস্তে হ্যায় প্যায়ার কে’ ছবির শুটিং চলাকালীন আমরা সবাই একটি ঘরে বসে ছিলাম, আমি একসঙ্গে জুস ও সিগারেট খাচ্ছিলাম।

অজয় বলেন, এর মধ্যে মাধুরী দীক্ষিত ঘরে ঢুকলে তাকে দেখে আমি তাকিয়ে থাকি। তিনি এতটাই সুন্দর ছিলেন যে তার আগমন ঘরের পরিবেশ পরিবর্তন হয়ে গেল। আমি সিগারেট টানার পরিবর্তে এটি মুখে রেখে দিলাম, ফলে আমার মুখ পুড়ে গিয়েছিল। এখনও পোড়া দাগটা রয়েছে। 

উত্তরে মজার ছলে মাধুরীও বলেন, ‘আমার স্মৃতি নিয়ে এখনও ঘুরছে অজয়। এটাই প্রকৃত বন্ধুর প্রতিচ্ছবি।’

Check out our other content

Check out other tags:

Most Popular Articles