13.7 C
Los Angeles
Saturday, March 22, 2025

বিশেষ সংবাদ Featured News

৩৮ বছর ধরে বিষাক্ত তেজস্ক্রিয়তার মধ্যে বাস, চেরনোবিলের পথকুকুরেরা এখন ‘সুপারডগ’!

বিজ্ঞানীদের ধারণা, চেরনোবিলের বিষাক্ত পরিবেশে মানিয়ে নিয়েছে...

বিশ্বের সবচেয়ে বড় ১০ প্রমোদতরি

বিশ্বের সবচেয়ে বড় ১০ প্রমোদতরি,আধুনিক সময়ের প্রমোদতরিগুলো...

রুটের ক্যারিয়ারসেরা রেটিং, তাসকিনের বড় লাফ

খেলাধুলারুটের ক্যারিয়ারসেরা রেটিং, তাসকিনের বড় লাফ

রুটের ক্যারিয়ারসেরা রেটিং,মুলতানে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ক্যারিয়ারসেরা ২৬২ রান করেন জো রুট। মহাকাব্যিক সেই ইনিংসের সুবাদে টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আরও শক্ত করেছেন তো বটেই; সঙ্গে ক্যারিয়ারসেরা রেটিং পয়েন্টও অর্জন করেছেন। টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে উন্নতি করেছেন তাসকিন আহমেদ। ৩০ থেকে ১৯ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের এই পেসার।

বর্তমানে রুটের রেটিং পয়েন্ট ৯৩২। টেস্টে র‍্যাঙ্কিংয়ে এর চেয়ে বেশি রেটিং পয়েন্ট পেয়েছেন ১৬ জন ব্যাটসম্যান। এর আগে রুটের সর্বোচ্চ রেটিং পয়েন্ট ছিল ৯২৩। তবে টেস্ট র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফটা দিয়েছেন রুটের সতীর্থ হ্যারি ব্রুক। ১১ ধাপ এগিয়ে নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসনের সঙ্গে যৌথভাবে দুইয়ে চলে এসেছেন ব্রুক। দুজনেরই রেটিং পয়েন্ট সমান ৮২৯।

মুলতানে রুটের ডাবল সেঞ্চুরির দিনেই ৩১০ রানের ইনিংস উপহার দিয়েছিলেন ব্রুক, যা ছিল এই শতাব্দীতে টেস্টে কোনো ইংলিশ ব্যাটসম্যানের প্রথম ট্রিপল সেঞ্চুরি। ইনিংসটি খেলার পথে রুটের সঙ্গে ৪৫৪ রানের জুটি গড়েন ব্রুক, যা টেস্টের ১৪৭ বছরের ইতিহাসে চতুর্থ উইকেট জুটিতে সর্বোচ্চ। সেই টেস্টে সেঞ্চুরি পাওয়া পাকিস্তানের আগা সালমান ও শান মাসুদ যথাক্রম ১১ ও ১২ ধাপ এগিয়েছেন।

রুট ও ব্রুক এখন টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দুই ব্যাটসম্যান
রুট ও ব্রুক এখন টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দুই ব্যাটসম্যান। এএফপি

সম্প্রতি ভারত সফরে বাংলাদেশ ধবলধোলাই হলেও দিল্লিতে দ্বিতীয় টি–টোয়েন্টিতে নীতীশ রেড্ডি, রিংকু সিং, হার্দিক পান্ডিয়াদের বিধ্বংসী ব্যাটিংয়ের দিনে ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন তাসকিন। সেই পারফরম্যান্সেরই প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়ে। আরেক পেসার মোস্তাফিজুর রহমান ১ ধাপ এগিয়ে আছেন ১৫ নম্বরে।

হায়দরাবাদে বাংলাদেশের বিপক্ষে শেষ টি–টোয়েন্টিতে পাওয়া সুযোগটা দারুণভাবে কাজে লাগান রবি বিষ্ণই। ভারতের এই লেগ স্পিনার ব্যাটিং স্বর্গে ৩০ রান দিয়ে নেন ৩ উইকেট। এর সুবাদে বিষ্ণই শীর্ষ দশে ঢুকে পড়েছেন; আফগানিস্তানের ফজলহক ফারুকির সঙ্গে যৌথভাবে ৮ নম্বরে অবস্থান করছেন।

টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে তাওহিদ হৃদয় ৪ ধাপ এগিয়েছেন
টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে তাওহিদ হৃদয় ৪ ধাপ এগিয়েছেন। এএফপি

টি–টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থানে আছেন তাওহিদ হৃদয়। হায়দরাবাদে অপরাজিত ৬৩ রানের ইনিংস খেলার সুবাদে ৪ ধাপ এগিয়ে ২৭ নম্বরে এসেছেন হৃদয়। এ ছাড়া গতকাল রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি–টোয়েন্টিতে ফিফটি করে ম্যাচসেরা হওয়া শ্রীলঙ্কার পাতুম নিশাঙ্কা ৩ ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠে এসেছেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles