23.6 C
Los Angeles
Thursday, January 2, 2025

বিশেষ সংবাদ Featured News

৩৮ বছর ধরে বিষাক্ত তেজস্ক্রিয়তার মধ্যে বাস, চেরনোবিলের পথকুকুরেরা এখন ‘সুপারডগ’!

বিজ্ঞানীদের ধারণা, চেরনোবিলের বিষাক্ত পরিবেশে মানিয়ে নিয়েছে...

বিশ্বের সবচেয়ে বড় ১০ প্রমোদতরি

বিশ্বের সবচেয়ে বড় ১০ প্রমোদতরি,আধুনিক সময়ের প্রমোদতরিগুলো...

লেবাননে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা রোধে ইসরায়েলকে: যুক্তরাজ্যের সহায়তা দাবি

Uncategorizedলেবাননে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা রোধে ইসরায়েলকে: যুক্তরাজ্যের সহায়তা দাবি

লেবাননে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা রোধে ইসরায়েলকে, ২৭ সেপ্টেম্বর লেবাননে ইরানের সামরিক কমান্ডার ও তেহরানে অবস্থানরত হামাস নেতার হত্যার প্রতিশোধ নিতে মঙ্গলবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

ইরানের হামলা থেকে রক্ষা করতে যুক্তরাজ্য ইসরায়েলকে সহযোগিতা করেছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী জন হেলে। তিনি বলেন, “মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইরান যখন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তখন যুক্তরাজ্যের সেনারা ইসরাইলকে সহযোগিতা করেছে।”

জন হেলে লেবানন থেকে যুক্তরাজ্যের নাগরিকদের ফিরিয়ে আনতে সাইপ্রাসে অবস্থানরত ৭০০ সেনার কার্যক্রম পর্যবেক্ষণ করতে গিয়ে এই মন্তব্য করেন। তবে এ বিষয়ে তিনি আর বিস্তারিত কিছু জানাননি।

বুধবার (২ অক্টোবর) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করে। বিবিসি জানিয়েছে, চলতি বছরের এপ্রিল মাসে ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালালে যুক্তরাজ্যের ফাইটার জেট সেসময় ইসরায়েলের সহযোগিতায় এগিয়ে এসেছিল। সেই ধারণা থেকে বিবিসি মনে করছে, মঙ্গলবার ইরানের হামলার সময়ও যুক্তরাজ্যের ফাইটার জেট ইসরায়েলের সমর্থনে সক্রিয় ছিল।

এদিকে, ইসরায়েলে ইরানের হামলার পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, “যুক্তরাজ্য ইসরায়েলের পাশে রয়েছে এবং আত্মরক্ষার অধিকারের বিষয়টি অনুভব করে।”

ইসরায়েল জানায়, মঙ্গলবার ইরান তাদের দিকে ১২০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে। উল্লেখ্য, ২৭ সেপ্টেম্বর বৈরুতের একটি হামলায় ইরানের সামরিক বাহিনীর এক উচ্চপদস্থ কমান্ডারসহ হেজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হন। এর আগে, ৩১ জুলাই তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার জন্য ইসরায়েলকে দোষারোপ করে ইরান। ওই হামলার প্রতিশোধ নিতে মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ইসরায়েলে মিসাইল হামলা চালায় ইরান।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles