লেবাননে রাতভর ইসরাইলি, লেবানন জুড়ে রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৪৬ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৮৫ জন।
বৃহস্পতিবার (০৩ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন জুড়ে বুধবার (২ অক্টোবর) রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এর মধ্যে মধ্য বৈরুতকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত ছয়জন নিহত ও আটজন আহত হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ৮৫ জন।