কোটা সংস্কার বিরোধী আন্দোলনের জেরে গত ৫ অগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বোন রেহানাকে সঙ্গে নিয়ে বিমানে ঢাকা থেকে উত্তরপ্রদেশের হিন্দন বায়ুসেনা ঘাঁটিতে চলে এসেছিলেন হাসিনা।
শেখ হাসিনা-বিরোধী বিক্ষোভ পরিকল্পিত ছিল, এই দাবি করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
আমেরিকায় জাতিসংঘের সাধারণ সভার বার্ষিক অধিবেশনে যোগ দেওয়ার সময়, ক্লিন্টন গ্লোবাল ফাউন্ডেশনের একটি আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনূস। মঞ্চে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনও। বাংলাদেশের ছাত্রদের ধন্যবাদ জানিয়ে ইউনূস বলেন, “তাঁদের শক্তিশালী বক্তব্য, ত্যাগ এবং সংকল্প গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে।”
আন্দোলনের পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “এটিকে এমনভাবে সংগঠিত করা হয়েছিল যাতে কোনও একজন নেতার ওপর নজর না পড়ে বা কাউকে সহজে গ্রেফতার করা না যায়।” তিনি আরও যোগ করেন, “হঠাৎ করেই বাংলাদেশের ছাত্ররা একসঙ্গে উঠে দাঁড়িয়ে বলল, ‘আর না, অনেক হয়েছে।’”
ইউনূস বিশেষভাবে উল্লেখ করেন তাঁর সহকারী মাহফুজ আলমের নাম, যিনি এই আন্দোলনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বলেন, “এই আন্দোলনের পরিকল্পনা এবং সংগঠনে মাহফুজের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
কোটা সংস্কার বিরোধী আন্দোলনের চাপে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন এবং বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে বিমানে ঢাকা ত্যাগ করে ভারতের উত্তরপ্রদেশের হিন্দন বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছান। সেই থেকে তিনি ভারতে অবস্থান করছেন, আর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেছেন ড. ইউনূস।
সুত্র: আনন্দবাজার