13.7 C
Los Angeles
Saturday, March 22, 2025

বিশেষ সংবাদ Featured News

৩৮ বছর ধরে বিষাক্ত তেজস্ক্রিয়তার মধ্যে বাস, চেরনোবিলের পথকুকুরেরা এখন ‘সুপারডগ’!

বিজ্ঞানীদের ধারণা, চেরনোবিলের বিষাক্ত পরিবেশে মানিয়ে নিয়েছে...

বিশ্বের সবচেয়ে বড় ১০ প্রমোদতরি

বিশ্বের সবচেয়ে বড় ১০ প্রমোদতরি,আধুনিক সময়ের প্রমোদতরিগুলো...

সালমান ক্ষমা চাইবে না, সে হরিণ শিকার করেনি: সেলিম খান

বিনোদনসালমান ক্ষমা চাইবে না, সে হরিণ শিকার করেনি: সেলিম খান

সালমান ক্ষমা চাইবে না, বাবা সিদ্দিকের মৃত্যুর পর নতুন করে শঙ্কায় সালমান খানের নিরাপত্তা। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল এরই মধ্যে এই হত্যার দায় শিকার করেছে। কৃষ্ণকায় হরিণ শিকারকে কেন্দ্র করে এই বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সালমানের বিরোধ পুরোনো। সিদ্দিক খুন হওয়ার পর সালমানের নিরাপত্তা বাড়ানো হয়েছে। অভিনেতা এ বিষয়ে মুখ না খুললেনও কথা বলেছেন তাঁর বাবা সেলিম খান।
এবিপি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সেলিম খান বলেন, ‘যে কারণে সালমান বারবার প্রাণনাশের হুমকি পাচ্ছে, সে ঘটনার সঙ্গে সে যুক্তই নয়। সালমান অন্তত আমাকে মিথ্যা কথা বলবে না। কৃষ্ণকায় হরিণ সালমান শিকার করেনি। আমার ছেলে পশুপাখিদের খুবই ভালোবাসে। এমন কাজ সে করতে পারেই না। তাই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছে বিনা কারণে ক্ষমা চাইবে কেন? আমার মনে হয় এই বিষয়টা একটু ভেবে দেখা দরকার।’

‘দ্য কপিল শর্মা শো’ অনুষ্ঠানে বাবা সেলিম খানের সঙ্গে সালমান খান। ফেসবুক পেজ

সেলিম খান বলেন, ‘আমরা কোনো দিন একটা আরশোলা পর্যন্ত মারিনি। তাই আমি এসব বিষয়ে একদম বিশ্বাস করি না।’ ছেলের পক্ষে সেলিম আরও বলেছেন, ‘সালমান কোনো অপরাধ করেনি। আপনারা ওকে অপরাধী বানিয়ে দিয়েছেন। আপনারা কি নিজ চোখে দেখেছেন? আমরা কখনো বন্দুক ব্যবহার করিনি। আমি সালমানকে জিজ্ঞেস করেছিলাম যে এ কাণ্ডটা কে ঘটিয়েছে? সালমান আমাকে বলেছে যে ওই সময় ও ওখানে ছিলই না। এমনকি সালমান তখন গাড়িতেও ছিল না বলে জানিয়েছে। প্রাণী হত্যা করার কোনো শখ নেই ওর।’ লরেন্স বিষ্ণোইর দলের থেকে প্রাণনাশের হুমকির প্রসঙ্গে বর্ষীয়ান এই লেখক বলেছেন, ‘জীবন এবং মৃত্যু আল্লাহর হাতে আছে।’

গত এপ্রিলে বান্দ্রায় সালমান খানের আবাসনের বাইরে দুজন সন্ত্রাসী গুলি করেছিল। এ প্রসঙ্গে সেলিম খান বলেছেন, ‘পুলিশ আমাদের বাড়ির কিছু অংশে বসতে নিষেধ করেছে। আমি যেখানে আগে বসতাম, পুলিশ সেখানে আমাকে বসতে বারণ করেছে। কারণ, সেখানে আগে গুলি চলেছিল। এখন ওরা পাঁচ কোটির দাবি জানিয়েছে। বলেছে যে পাঁচ কোটি দিলে ওরা ক্ষমা করে দেবে। আমরা শুরু থেকে বলে এসেছি যে এটা অবৈধ জুলুমের মামলা।’

এদিকে সিদ্দিকের মৃত্যুর পর সালমান খানের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। দুই কোটি রুপির বুলেটপ্রুফ গাড়িতে যাতায়াত করছেন অভিনেতা। এমনকি রিয়েলিটি শো ‘বিগ বস’-এর সেটেও সেরাসহ ৬০ জন নিরাপত্তারক্ষী মোতায়েন থাকছে প্রতিদিন। এই রিয়েলিটি শোর সেটে নিরাপত্তাব্যবস্থা এতটাই কড়া যে বিনা অনুমতিতে একটি মাছি পর্যন্ত গলতে পারবে না। সেটের বাইরেও কাউকে থাকতে দেওয়া হবে না। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে যাঁরা যাঁরা উপস্থিত থাকবেন, তাঁদের বিষয়ে বিশদ তথ্য নেওয়া হয়েছে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles