10.8 C
Los Angeles
Thursday, December 26, 2024

বিশেষ সংবাদ Featured News

৩৮ বছর ধরে বিষাক্ত তেজস্ক্রিয়তার মধ্যে বাস, চেরনোবিলের পথকুকুরেরা এখন ‘সুপারডগ’!

বিজ্ঞানীদের ধারণা, চেরনোবিলের বিষাক্ত পরিবেশে মানিয়ে নিয়েছে...

বিশ্বের সবচেয়ে বড় ১০ প্রমোদতরি

বিশ্বের সবচেয়ে বড় ১০ প্রমোদতরি,আধুনিক সময়ের প্রমোদতরিগুলো...

শীতে কদর বেড়েছে খেজুর রসের

শীতে কদর বেড়েছে, আবহমান বাংলায় শীত মৌসুমে...

সৌদি আরবের মঞ্চ মাতালেন জেলো, সেলিনরা

বিনোদনসৌদি আরবের মঞ্চ মাতালেন জেলো, সেলিনরা

সৌদি আরবের মঞ্চ মাতালেন, বিশ্ববিখ্যাত মার্কিন সংগীতশিল্পী, অভিনেত্রী ও ফ্যাশন আইকন জেনিফার লোপেজ। গতকাল বুধবার সৌদির রাজধানী রিয়াদে লেবাননের তারকা ফ্যাশন ডিজাইনার এলি সাবের ক্যারিয়ারের ৪৫ বছর পূর্তি অনুষ্ঠান করেন। সেই আয়োজনের মঞ্চে হাজির হন জেলো থেকে শুরু করে কানাডিয়ান গায়িকা সেলিন ডিওন, অস্কারজয়ী হলিউড অভিনেত্রী হলি বেরি, পপস্টার কামেলা কাবেলা, লেবানিজ গায়িকা ন্যান্সি আজরাম ও মিসরীয় গায়ক আমর দিয়াব।

এদিন মঞ্চে এলি সাবের ৩০০টি ডিজাইনের পোশাক পরে হাজির হয়েছিলেন মডেলরা, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যের লোককাহিনি ‘আরব্য রজনীর’ প্রতি শ্রদ্ধার্ঘ্য জানানো হয়। রানওয়ের নির্দেশনায় ছিলেন ফরাসি ভোগ ম্যাগাজিনের সাবেক সম্পাদক ক্যারিন রইটফেল্ড।

জেনিফার লোপেজ

প্রখ্যাত হলিউড অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদনের পর প্রথমবারের মতো পারফর্ম করেন জেনিফার লোপেজ। এদিন তিনি মার্কিন গায়িকা গ্লোরিয়া গেনরের ‘আই উইল সারভাইভ’ গানের কয়েকটি লাইন দিয়ে পারফরম্যান্স শুরু করেন। অনেকই মনে করছেন, গানটি দিয়ে তিনি তার প্রাক্তনী বেন অ্যাফ্লেককেই ইঙ্গিত করেছেন।

এলি সাবের ডিজাইন করা গাউনে মঞ্চে আসেন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী হলি বেরি। গাউনটি তার জন্য ছিল বিশেষ। ২০০২ সালে সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে অস্কার জেতার সময় এটি পরেছিলেন অভিনেত্রী। সেবার প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেত্রী হিসেবে এ পুরস্কার জিতেছিলেন বেরি।

এর আগে বেরিকে লালগালিচায় দেখা যায়। সেখানেই সাক্ষাৎকারে এলি সাবের সঙ্গে প্রথম সাক্ষাতের অনুভূতি ভাগ করে নেন তিনি। অভিনেত্রীর কথায়, ‘আমার এই সফরের গুরুত্বপূর্ণ দিক হলো এই মানুষটির সঙ্গে দেখা করা, যার সঙ্গে আমি ২২ বছর ধরে জড়িয়ে আছি। তাকে আলিঙ্গন করতে চাই এবং তাকে ধন্যবাদ জানাতে চাই।’

সেলিন ডিওন

সেলিন ডিওনের পারফরম্যান্স দিয়ে এদিনের শো শেষ হয়। জমকালো গোল্ডেন গাউন পরে মঞ্চে হাজির হয়েছিলেন তিনি। ‘দ্য পাওয়ার অব লাভ’, ‘আই অ্যাম অ্যালাইভ’-এর মতো জনপ্রিয় গান গেয়ে মঞ্চ মাতান তিনি। অসুস্থতার পর চলতি বছর অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন তিনি। এরপর আবারও গাইতে শোনা গেল তাকে।

প্রথমবার সৌদিতে পারফর্ম করে বেশ রোমাঞ্চিত ছিলেন সেলিন ডিওন। অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘প্রথমবারের মতো এখানে (রিয়াদে) আসাটা একধরনের স্বপ্নপূরণের মতো। আমি বেশ রোমাঞ্চ অনুভব করছি।’

২০২২ সালের ডিসেম্বরে জটিল স্নায়ুরোগ স্টিফ পারসন সিনড্রোমে আক্রান্তের খবর দেন সেলিন ডিওন। এরপর বিরতিতে চলে যান তিনি।

কামেলা কাবেলা

Check out our other content

Check out other tags:

Most Popular Articles