12.8 C
Los Angeles
Saturday, March 22, 2025

বিশেষ সংবাদ Featured News

৩৮ বছর ধরে বিষাক্ত তেজস্ক্রিয়তার মধ্যে বাস, চেরনোবিলের পথকুকুরেরা এখন ‘সুপারডগ’!

বিজ্ঞানীদের ধারণা, চেরনোবিলের বিষাক্ত পরিবেশে মানিয়ে নিয়েছে...

বিশ্বের সবচেয়ে বড় ১০ প্রমোদতরি

বিশ্বের সবচেয়ে বড় ১০ প্রমোদতরি,আধুনিক সময়ের প্রমোদতরিগুলো...

হাসপাতালে ভর্তি সুজেয় শ্যামের শারীরিক অবস্থা সংকটাপন্ন

বিনোদনহাসপাতালে ভর্তি সুজেয় শ্যামের শারীরিক অবস্থা সংকটাপন্ন

হাসপাতালে ভর্তি সুজেয়,ভালো নেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সুজেয় শ্যাম। বরেণ্য এই সংগীতশিল্পীর শারীরিক অবস্থা সংকটাপন্ন। রাজধানীর একটি সরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি আছেন তিনি। তবে শিগগিরই তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হবে।
গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন সুজেয় শ্যামের মেয়ে রুপা মঞ্জুরী শ্যাম। বাবার জন্য সবার কাছে দোয়া চেয়ে রুপা বলেন, ‌‘বাবার অবস্থা জটিল। ওনাকে শিগগিরই আইসিইউতে নেওয়ার কথা বলছেন চিকিৎসকেরা।’

দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছেন সুজেয় শ্যাম। সম্প্রতি তাঁর হৃদ্‌যন্ত্রে ‘পেসমেকার’ বসানো হয়েছে। জানা গেছে, প্রবীণ এই শিল্পীর শরীরের অভ্যন্তরে ইনফেকশন হয়েছে, যা এখন রক্তে ছড়িয়ে পড়েছে। এ ছাড়া ডায়াবেটিসও অনিয়ন্ত্রিত। কিডনির সমস্যাও রয়েছে। শ্যাম–কন্যা রুপা বলেন, ‘নানাবিধ অসুখের কারণে বাবার ট্রিটমেন্ট করার ক্ষেত্রে অনেক কিছু ভাবতে হচ্ছে চিকিৎসকদের। তবে তাঁরা আপ্রাণ চেষ্টা করছেন। সব মিলিয়ে বাবার অবস্থা ক্রমেই অবনতির দিকে।

সুজেয় শ্যাম। ফাইল ছবি

সুজেয় শ্যামের সুর করা গানগুলোর মধ্যে ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘রক্ত চাই রক্ত চাই’, ‘আহা ধন্য আমার জন্মভূমি’, ‘আয় রে চাষি মজুর কুলি’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’, ‘শোন রে তোরা শোন’ প্রভৃতি উল্লেখযোগ্য।

একাত্তরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গান এবং পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর প্রথম গানটির সুর করেছিলেন সুজেয় শ্যাম। গীতিকার শহীদুল আমিনের লেখা ‘বিজয় নিশান উড়ছে ওই’ গানটির সুর ও সংগীত পরিচালনা করেন তিনি।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles