10.2 C
Los Angeles
Friday, December 13, 2024

বিশেষ সংবাদ Featured News

শীতে কদর বেড়েছে খেজুর রসের

শীতে কদর বেড়েছে, আবহমান বাংলায় শীত মৌসুমে...

২২০০ মাইল পাড়ি দিয়ে অস্ট্রেলিয়ার সৈকতে পেঙ্গুইন!

২২০০ মাইল পাড়ি, অস্ট্রেলিয়ায় পেঙ্গুইনের বসবাস নতুন...

২২ একরের স্টুডিয়োয় সাজানো হবে নাগা-শোভিতার বিবাহমণ্ডপ! জঙ্গলে একান্ত যাপনে সামান্থা

বিনোদন২২ একরের স্টুডিয়োয় সাজানো হবে নাগা-শোভিতার বিবাহমণ্ডপ! জঙ্গলে একান্ত যাপনে সামান্থা

একদিকে নাগা-শোভিতার বিয়ে নিয়ে তুমুল হইচই। অন্য দিকে একান্ত যাপনে সামান্থা সময় কাটাচ্ছেন রাজস্থানে।

২২ একরের স্টুডিয়োয়, দক্ষিণী তারকা নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালার বাগ্‌দানের ছবি এর আগে সমাজমাধ্যমে ভাগ করেছিলেন নাগার বাবা নাগার্জুন আক্কিনেনি। তার পর থেকেই চলছিল জল্পনা, কবে বিয়ে করতে চলেছেন তাঁরা? দিন কয়েক আগে প্রাক্-বিবাহ অনুষ্ঠান শুরু হয়েছে শোভিতার বাড়িতে। এ বার প্রকাশ্যে এল বিয়ের তারিখ। ৪ ডিসেম্বরই চার হাত এক হবে নাগা-শোভিতার। সেই নিয়ে ব্যস্ততা ধূলপালা ও আক্কিনেনি পরিবারে। এক দিকে নাগা-শোভিতার বিয়ে নিয়ে তুমুল হইহই। অন্য দিকে একান্ত যাপনে সামান্থা। দীপাবলির সময় থেকেই রাজস্থানে রয়েছেন তিনি।

গত ৮ অগস্ট হায়দরাবাদে যখন দুই তারকা বাগ্‌দান সম্পন্ন হয় তার আগে কাকপক্ষীতেও টের পায়নি! এ বার বিয়ে। শোনা যাচ্ছে জয়পুরে ডেস্টিনেশন ওয়েডিং করতে চলেছেন তাঁরা। তবে আক্কেনেনিদের পারিবারিক অন্নপূর্ণা স্টুডিয়োতেও নাকি বেশ কিছু আয়োজন করা হচ্ছে। শোনা যাচ্ছে, সেখানেও মণ্ডপ বাঁধার কাজ চলছে। প্রায় ২২ একর জায়গা নিয়ে তৈরি এই স্টুডিয়ো অবস্থিত বানজারা হিল্‌সে। ৬০টিরও বেশি ছবির শুটিং হয়েছে সেখানে। তা হলে কি সিনেমার সেটেই বিয়ের সারবেন নাগা-শোভিতা? ধাঁয়াশা রয়েছে।

তবে জানা গিয়েছে, বিয়েতে তেমন কোনও এলাহি আয়োজন নয়, বরং অনুষ্ঠানটা পারিবারিক রাখতে চান অভিনেতা যুগল। ২০১৭ সালে সামান্থার সঙ্গে যখন বিয়ে হয়, নাগার সেই সময় গোয়াতে ‘ডেস্টিনেশন ওয়েডিং’ করেছিলেন তাঁরা। দ্বিতীয় বিয়ের ক্ষেত্রেও তবে কি তেমনটাই করবেন না কি পারিবারিক স্টুডিয়োতে হবে চার হাত এক!

Check out our other content

Check out other tags:

Most Popular Articles