11.2 C
Los Angeles
Wednesday, January 1, 2025

বিশেষ সংবাদ Featured News

৩৮ বছর ধরে বিষাক্ত তেজস্ক্রিয়তার মধ্যে বাস, চেরনোবিলের পথকুকুরেরা এখন ‘সুপারডগ’!

বিজ্ঞানীদের ধারণা, চেরনোবিলের বিষাক্ত পরিবেশে মানিয়ে নিয়েছে...

বিশ্বের সবচেয়ে বড় ১০ প্রমোদতরি

বিশ্বের সবচেয়ে বড় ১০ প্রমোদতরি,আধুনিক সময়ের প্রমোদতরিগুলো...

আফগান ক্রিকেটে নজির রহমতের, জ়িম্বাবোয়ের বিরুদ্ধে আরও একটি রেকর্ড হাসমতুল্লাহদের

খেলাধুলাআফগান ক্রিকেটে নজির রহমতের, জ়িম্বাবোয়ের বিরুদ্ধে আরও একটি রেকর্ড হাসমতুল্লাহদের

জ়িম্বাবোয়ে-আফগানিস্তান প্রথম টেস্টে হল তিনটি রেকর্ড। একটি গড়লেন জ়িম্বাবোয়ের ক্রিকেটারেরা। অন্য দু’টি হল আফগান ব্যাটারদের ব্যাটে।

আফগান ক্রিকেটে নজির রহমতের,নজির গড়লেন আফগানিস্তানের রহমত শাহ। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম টেস্টে ২৩১ রানে অপরাজিত রয়েছেন আফগান ব্যাটার। লাল বলের ক্রিকেটে কোনও আফগান ব্যাটারের এটাই সর্বোচ্চ রানের ইনিংস। অপরাজিত থাকায় এই ইনিংসে অবশ্য আরও রান করার সুযোগ রয়েছে শাহের। আরও একটি নজির গড়েছেন আফগান ব্যাটারেরা।

২০২১ সালে আবু ধাবিতে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ২০০ রানের ইনিংস খেলেছিলেন হাসমতুল্লাহ শাহিদি। এত দিন সেটাই ছিল টেস্টে আফগানিস্তানের কোনও ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। শাহিদির সেই রেকর্ড রবিবার বুলাওয়োর ২২ গজে ভেঙে দিলেন শাহ। তাঁর ৪১৬ বলের অপরাজিত ইনিংসে রয়েছে ২৩টি চার এবং ৩টি ছয়। আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসে টেস্টে দ্বিতীয় দ্বিশতরান করেছেন তিনি।

দু’টেস্টের সিরিজ়ে মুখোমুখি হয়েছে জ়িম্বাবোয়ে এবং আফগানিস্তান। ঘরের মাঠে প্রথমে ব্যাট করে জ়িম্বাবোয়ে করেছে ৫৮৬ রান। টেস্টে এটাই জ়িম্বাবোয়ের সর্বোচ্চ ইনিংস। জবাবে তৃতীয় দিনের শেষে আফগানিস্তানের রান ২ উইকেটে ৪২৫। শাহের সঙ্গে ২২ গজে অপরাজিত রয়েছেন অধিনায়ক হাসমতুল্লাহ। তিনি করেছেন ১৪১ রান। তৃতীয় উইকেটের অবিচ্ছিন্ন জুটিতে তাঁরা তুলেছেন ৩৬১ রান। যা টেস্টে আফগানিস্তানের সবচেয়ে বেশি রানের জুটি। আগের রেকর্ডটি ছিল ২০২১ সালে জ়িম্বাবোয়ের বিরুদ্ধেই। সে বার হাসমতুল্লাহ এবং আসগর আফগানের জুটিতে উঠেছিল ৩০৭ রান।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles