16.4 C
Los Angeles
Wednesday, December 18, 2024

বিশেষ সংবাদ Featured News

৩৮ বছর ধরে বিষাক্ত তেজস্ক্রিয়তার মধ্যে বাস, চেরনোবিলের পথকুকুরেরা এখন ‘সুপারডগ’!

বিজ্ঞানীদের ধারণা, চেরনোবিলের বিষাক্ত পরিবেশে মানিয়ে নিয়েছে...

বিশ্বের সবচেয়ে বড় ১০ প্রমোদতরি

বিশ্বের সবচেয়ে বড় ১০ প্রমোদতরি,আধুনিক সময়ের প্রমোদতরিগুলো...

শীতে কদর বেড়েছে খেজুর রসের

শীতে কদর বেড়েছে, আবহমান বাংলায় শীত মৌসুমে...

আমেরিকায় এলোপাথাড়ি গুলি চালানোর পর আত্মহত্যা স্কুলছাত্রীর, নিহত শিক্ষক-সহ ৩

আন্তর্জাতিকআমেরিকায় এলোপাথাড়ি গুলি চালানোর পর আত্মহত্যা স্কুলছাত্রীর, নিহত শিক্ষক-সহ ৩

হামলাকারী ওই স্কুলেরই ছাত্রী। বয়স মাত্র ১৭। সহপাঠীদের লক্ষ্য করে গুলি চালানোর পর নিজেও আত্মহত্যা করেছে সে। ঘটনায় ওই ছাত্রী ছাড়াও মৃত্যু হয়েছে এক শিক্ষক ও এক পড়ুয়ার।

আমেরিকায় এলোপাথাড়ি গুলি, হঠাৎ বন্দুক বার করে সহপাঠীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানোর পর আত্মঘাতী হল কিশোরী ছাত্রী! সোমবার আমেরিকার উইসকনসিন ম্যাডিসনের একটি স্কুলে ঘটনাটি ঘটেছে। ঘটনায় তিন জন নিহত এবং আরও ছ’জন জখম বলে পুলিশ সূত্রে খবর।

ভারতীয় সময় অনুযায়ী সোমবার রাতে উইসকনসিন ম্যাডিসনের অ্যাবান্ড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে ঘটনাটি ঘটে। হামলাকারী ওই স্কুলেরই ছাত্রী। বয়স মাত্র ১৭। সহপাঠীদের লক্ষ্য করে গুলি চালানোর পর আত্মহত্যা করেছে সে। ঘটনায় ওই ছাত্রী ছাড়াও মৃত্যু হয়েছে এক শিক্ষক ও এক পড়ুয়ার। জখম আরও ছ’জন। তাঁদের নিকটবর্তী চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

ম্যাডিসন পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই স্কুলে নিম্ন-প্রাথমিক থেকে উচ্চ শ্রেণি পর্যন্ত মোট ৪০০ পড়ুয়া রয়েছে। বড়দিনের ছুটির আগে স্কুলের শেষ সপ্তাহ চলছিল। স্কুল জুড়ে ছিল ছুটির মেজাজ। তার মাঝেই হঠাৎ এমন ঘটনা ঘটে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে পড়ুয়ারা। তবে কী কারণে ওই ছাত্রী এমন কাণ্ড ঘটাল, তা এখনও জানা যায়নি। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ছাত্রীর সহপাঠী ও শিক্ষকদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। উইসকনসিনের গভর্নর টনি ইভার্সও ঘটনাটিকে ‘বিধ্বংসী’ বলে চিহ্নিত করেছেন। টনি বলেছেন, ‘‘নিহতদের পরিবারের পাশে রয়েছে সরকার।’’

উল্লেখ্য, ম্যাডিসন-কাণ্ডের সঙ্গে সঙ্গে চলতি বছরে আমেরিকায় ৩৫তম গণহত্যার ঘটনাটি ঘটে গেল! এ ছাড়া, শুধু চলতি বছরেই আমেরিকার ৩২২টি স্কুলে গুলি চলেছে। গত বছরে সেই সংখ্যাটা ছিল ৩৪৯!

Check out our other content

Check out other tags:

Most Popular Articles