ইসরাইলের হাইফা,পর্যটকদের জনপ্রিয় গন্তব্য হিসেবে পরিচিত ইসরায়েলের হাইফা শহর এখন প্রায় ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে। সম্প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলার পর থেকে শহরের জনজীবন অচল হয়ে পড়েছে। যেখানে প্রতি বছর পর্যটকদের ভিড় লেগে থাকত, এখন সেই হাইফা শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক সাংবাদিক হাইফা থেকে রিপোর্ট করে জানান, শহরটি একসময় যে সৌন্দর্যে মোড়ানো ছিল, তা এখন ধ্বংস হয়ে গেছে। চারপাশে ধ্বংসাবশেষ আর শূন্যতা, মানুষ ঘর থেকে বের হতে পারছে না। শহরের রাস্তা এখন প্রায় মরুভূমির মতো, সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের সঙ্গে যুদ্ধে জড়ানোর পর থেকে ইসরায়েল ক্রমাগত সংঘাতের মধ্যে রয়েছে। সম্প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে নতুন করে সংঘাতে জড়িয়ে পড়ে দেশটি। এই সংঘাতের ধারাবাহিকতায় হিজবুল্লাহ হাইফা ও উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় শতাধিক রকেট হামলা চালায়, যার ফলে হাইফার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।
ইন্ডিয়া টুডেকে হাইফার স্থানীয় বাসিন্দা এবং সাবেক নৌ কর্মকর্তা শলম হাসকেল জানান, ‘পরিস্থিতি ভয়াবহ। মানুষকে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। সাধারণত প্রতি শনিবার শহরটি কোলাহলপূর্ণ থাকত, মানুষজন রেস্টুরেন্ট ও পাবলিক স্থানে ভিড় করত। কিন্তু আজ পুরো শহর ফাঁকা, কেউ নেই।’
হাসকেল আরও জানান, হাইফা শহর লেবানন সীমান্ত থেকে মাত্র ৫-৭ কিলোমিটার দূরে অবস্থিত, এবং তিনি সেখানে পরিস্থিতি সরেজমিনে দেখতে যাওয়ার পরিকল্পনা করছেন।