এবার ঢাকার ভাটারা থানায়, সাংগঠনিক কাঠামো বিস্তারের অংশ হিসেবে এবার রাজধানী ঢাকার ভাটারা থানায় কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি। আজ বুধবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে এই কমিটি ঘোষণা করা হয়।
জাতীয় নাগরিক কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা রাইজিং’ কর্মসূচির অংশ হিসেবে ভাটারা থানায় ১৭৫ সদস্যের প্রতিনিধি কমিটি ঘোষণা করা হলো। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন এই কমিটি অনুমোদন করেছেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেই আন্দোলনে নেতৃত্ব দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অন্যদিকে ছাত্র-জনতার এই অভ্যুত্থানের শক্তিকে সংহত করে দেশ পুনর্গঠনের লক্ষ্যে গত সেপ্টেম্বরে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাজ শিক্ষার্থীকেন্দ্রিক আর নাগরিক কমিটির কাজ পেশাজীবীকেন্দ্রিক। এর মধ্যে নাগরিক কমিটি তারুণ্যনির্ভর একটি নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে কাজ করছে।
এর আগে গতকাল মঙ্গলবার টাঙ্গাইল সদর ও মধুপুর উপজেলায় যথাক্রমে ৩৬ ও ৫৫ সদস্যের, ১০ নভেম্বর রাজধানী ঢাকার পল্লবী থানায় ১৩৭, ৯ নভেম্বর হাতিরঝিল থানায় ৫১ সদস্যের এবং ৮ নভেম্বর যাত্রাবাড়ী থানায় ৬১ সদস্যের কমিটি গঠন করে জাতীয় নাগরিক কমিটি। ৬০ দিনের মধ্যে প্রতিনিধি কমিটিগুলো আহ্বায়ক কমিটিতে রূপান্তরের পরিকল্পনা রয়েছে তাদের।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও সারা দেশে জেলা পর্যায়ে কমিটি গঠন শুরু করেছে। সর্বশেষ মঙ্গলবার রাতে মেহেরপুর জেলায় ৫১ সদস্যের কমিটি গঠন করেছে তারা। এর আগে ২ নভেম্বর কুষ্টিয়ায় ১১১ ও নড়াইলে ৫১; ৩ নভেম্বর চুয়াডাঙ্গায় ১০১, ১০ নভেম্বর সুনামগঞ্জে ৯৯, নেত্রকোনায় ২৫৪ সদস্যের কমিটি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। প্রতিটি কমিটিই ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।