কলম্বিয়াকে বিধ্বস্ত করে, বিশ্বকাপ থেকে কোপা আমেরিকা সবখানেই নিজেদের আধিপত্য ধরে রেখেছে আর্জেন্টিনা। এমনকি ফুটসালেও নিজেদের সেরা প্রমাণ করেছে লিওনেল মেসির দেশের ফুটবলাররা। পেরুর লিমাতে বসা কনমেবল সাব-২০ ফুটসাল টুর্নামেন্টের ১০ম আসরের ফাইনালে কলম্বিয়াকে উড়িয়ে দ্বিতীয় শিরোপা জিতে নিলো আলবিসেলেস্তেরা।
পেরুতে বসে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০ দলের ফুটসাল টুর্নামেন্ট। যেখানে সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ২-০ গোলে উড়িয়ে ফাইনালের টিকিট কাটে আর্জেন্টিনা। সোমববার (২৫ নভেম্বর) লিমার ভিলা এল সালভাদর স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় কলম্বিয়ার।
শিরোপা নির্ধারণী ম্যাচে কলম্বিয়াকে ৪-২ গোলে হারায় আর্জেন্টিনা। এই টুর্নামেন্টে নিজেদের প্রথম শিরোপা জিতেছিল ২০১৬ সালে। ১০ আসরের বাকি আট আসরের চ্যাম্পিয়নই ব্রাজিল।
ম্যাচের প্রথমার্ধে ৩-২ দুইয়ে এগিয়ে যায় আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের হয়ে গোলগুলো করেন সোনের, আলভারেজ, গ্রানাডা ও সিলগুয়েরো। কলম্বিয়ার হয়ে দুই গোলই করেন লিলে।
এর আগে গ্রুপ পর্বে দুই জয় ও দুই ড্রয়ে রানার্সআপ হয়ে শেষ চার নিশ্চিত করে আর্জেন্টিনা। যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হয় তারা। ব্রাজিলকে সেমিফাইনালে বিদায় করে ফাইনাল নিশ্চিতের পর এবার শিরোপাও ঘরে তুললো আলবিসেলেস্তেরা।
বিবার্তা