17.3 C
Los Angeles
Tuesday, October 22, 2024

বিশেষ সংবাদ Featured News

00:04:00

আওয়ামী লীগের দেড় ডজন মন্ত্রী-এমপি বিএনপিতে যোগদানের চেষ্টা?

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৪:বাংলাদেশের রাজনীতিতে এক নতুন...

চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের কাছে ফিরিয়ে দিচ্ছে যুক্তরাজ্য

চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের,ভারত মহাসাগরে অবস্থিত সামরিক কৌশলগত...

কান্নাকাটি করার পরেই ছবি তোলেন নিজের! বিষণ্ণতায় থাকতে পছন্দ করেন অনন্যা?

বিনোদনকান্নাকাটি করার পরেই ছবি তোলেন নিজের! বিষণ্ণতায় থাকতে পছন্দ করেন অনন্যা?

সম্প্রতি তাঁর ছবি ‘কন্ট্রোল’ মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। এই ছবির জন্য প্রশংসা পাচ্ছেন অনন্যা।

কান্নাকাটি করার পরেই ছবি, চলতি বছরের শুরুর দিকে আদিত্য রয় কপূরের সঙ্গে সম্পর্ক ভাঙে অনন্যা পাণ্ডের। তার পরে নাকি ভেঙে প়ড়েছিলেন অভিনেত্রী। প্রায়ই বিষণ্ণ থাকতেন। কান্নাকাটিও করেছেন, অনন্যার এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন। কিন্তু কান্নাকাটি করতে নাকি পছন্দই করেন অনন্যা। কাঁদার পরে নাকি একটি বিশেষ পরিবর্তন দেখতে পান নিজের মধ্যে। সম্প্রতি সংবাদমাধ্যমে এমনই মন্তব্য করেছেন অনন্যা।

সম্প্রতি তাঁর ছবি ‘কন্ট্রোল’ মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। এই ছবির জন্য প্রশংসা পাচ্ছেন অনন্যা। কৃত্রিম বুদ্ধিমত্তার নেপথ্যে লুকিয়ে থাকা কালো জগৎ উঠে এসেছে এই ছবিতে। সমাজমাধ্যমেরও বিশেষ ভূমিকা রয়েছে ছবিতে। বাস্তবে নিজের সমাজমাধ্যমে কাঁদো-কাঁদো ছবি পোস্ট করতে পছন্দ করেন অনন্যা। অভিনেত্রী মনে করেন, এই কাঁদো কাঁদো ছবিগুলিতেই নাকি তাঁকে দেখতে বেশি ভাল লাগে।

অনন্যার মনে করেন, কান্নাকাটি করার পরে ত্বকে অনায়াসে স্বাভাবিক ঔজ্জ্বল্য আসে। তাই দেখতেও বেশি ভাল লাগে। মন ভাঙার পরে বিপুল কান্নাকাটি করেছেন। এমনই একদিন কাঁদতে কাঁদতে আয়নার সামনে গিয়ে দাঁড়ান অনন্যা। নিজেকে দেখে নিজেই মুগ্ধ হয়ে যান। অনন্যা সেই সময় ভেবেছিলেন, “আরে আমাকে কাঁদার পরে তো দেখতে তো ভালই লাগছে।” এই উপলব্ধির পরে ফের কান্নাকাটি শুরু করেন তিনি। জীবনের সেরা ছবিগুলি নাকি কান্নাকাটি করার পরেই উঠেছে। কারণ অশ্রুস্নাত গালে নাকি আলো পড়লে জেল্লা বেড়ে যায় মুহূর্তে।

অনন্যা জানান, উত্তেজিত হয়ে পড়লে তিনি তৎক্ষণাৎ নিজের মনের ভাব প্রকাশ করতে পারেন না। নিজেকে সামলাতে না পেরে কান্নাকাটি শুরু করে দেন। তাই কঠিন পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেন না আর। কিছুটা স্থির হয়ে শান্ত অবস্থা ভাবেন। তার পর নিজের মতামত প্রকাশ করেন।

সুত্র: আনন্দবাজার

Check out our other content

Check out other tags:

Most Popular Articles