গড় তাপমাত্রার নিরিখে ৩,২০২৪ সালের মাত্রাছাড়া গরমের পর এ বার ২০২৫-ও ভাবাচ্ছে আবহবিদদের। এমনকি, গড় তাপমাত্রার নিরিখে এ পর্যন্ত সবচেয়ে উষ্ণ বছরগুলির মধ্যে প্রথম তিনে থাকতে পারে ২০২৫! রেকর্ড বৃদ্ধি পাবে গ্রিনহাউস গ্যাসের মাত্রাও। সোমবার এমনটাই জানিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)।
তাপমাত্রা বৃদ্ধির নিরিখে এখনও পর্যন্ত উষ্ণতম বছর ২০২৪। প্রাক-শিল্প উৎপাদন যুগের তুলনায় বিশ্বের গড় তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেলে জলবায়ুর স্থায়ী পরিবর্তন হতে পারে। তাই ২০১৫ সালের প্যারিস চুক্তি অনুযায়ী, গড় তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ রাখতে হবে ১.৫ ডিগ্রির কম। চলতি শতকের মাঝামাঝি তা শূন্যের কাছাকাছি নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। অথচ ২০২৩ সালেই বিশ্বের গড় তাপমাত্রা বেড়েছে ১.৪৫ ডিগ্রি! ২০২৪ সালে তা ১.৫ ডিগ্রির গণ্ডিও ছাড়িয়ে যাবে বলে মনে করছেন আবহবিদরা। সোমবার রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস বলেন, ‘‘আমি নিশ্চিত যে, এই দশকের মতো গরম এর আগে দেখেনি বিশ্ব। বিশ্বের উষ্ণতম ১০টি বছরের ১০টিই চলতি দশকের! যত দিন যাচ্ছে, জলবায়ুর ভারসাম্যও নষ্ট হয়ে যাচ্ছে। এই ঘটনা অত্যন্ত উদ্বেগের। কার্বন নিঃসরণ উল্লেখযোগ্যভাবে না কমালে এ থেকে নিস্তার নেই।’’ বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীর গড় তাপমাত্রা উত্তরোত্তর বাড়ছে। বিশ্ব আবহাওয়া দফতর জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের সঙ্গে মোকাবিলা করতে গেলে হাত মেলাতে হবে বিশ্বের সব দেশকে। এ জন্য যে আন্তর্জাতিক স্তরে সহযোগিতা প্রয়োজন, তা-ও জানিয়েছে তারা।
ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন ও ক্লাইমেট সেন্ট্রালের একটি প্রতিবেদন বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে ২০২৪ সালে ২৯টি প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটেছে, যার মধ্যে ২৬টিই বিধ্বংসী আকার নিয়েছে। সব মিলিয়ে ২০২৪ সালে বিশ্ব জুড়ে নানা দুর্যোগে মৃত্যু হয়েছে অন্তত ৩,৭০০ জনের। এ প্রসঙ্গে ডব্লিউএমও-র সচিব সেলেস্তে সাউলো বলেন, ‘‘এক ডিগ্রির কয়েকশ ভাগের এক ভাগ তাপমাত্রা বৃদ্ধি হলেও তা জলবায়ুর স্থায়ী ক্ষতি করে। পাল্লা দিয়ে বাড়ে নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিও। গরম বেড়ে যাওয়া এর একটা ক্ষুদ্র উদাহরণ মাত্র।’’
উল্লেখ্য, একই চিত্র ভারতেও। ২০২৪ সালে দেরি হয়েছে শীতের আগমনেও। নভেম্বর মাসেও দেশের বিভিন্ন জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল গড়ে ২৯.৩৭ ডিগ্রি সেলসিয়াস! গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৯১ ডিগ্রি। মৌসম ভবনের মতে, সেই ১৯০১ সালের পর থেকে গত ১২৩ বছরে এত উষ্ণ নভেম্বর দেখেনি ভারতের কোনও শহর!