16.4 C
Los Angeles
Wednesday, December 18, 2024

বিশেষ সংবাদ Featured News

৩৮ বছর ধরে বিষাক্ত তেজস্ক্রিয়তার মধ্যে বাস, চেরনোবিলের পথকুকুরেরা এখন ‘সুপারডগ’!

বিজ্ঞানীদের ধারণা, চেরনোবিলের বিষাক্ত পরিবেশে মানিয়ে নিয়েছে...

বিশ্বের সবচেয়ে বড় ১০ প্রমোদতরি

বিশ্বের সবচেয়ে বড় ১০ প্রমোদতরি,আধুনিক সময়ের প্রমোদতরিগুলো...

শীতে কদর বেড়েছে খেজুর রসের

শীতে কদর বেড়েছে, আবহমান বাংলায় শীত মৌসুমে...

গেলের ছক্কার রেকর্ডে ভাগ বোলারের, ইংল্যান্ডের বিরুদ্ধে নজির গড়লেন নিউ জ়িল্যান্ডের সাউদি

Uncategorizedগেলের ছক্কার রেকর্ডে ভাগ বোলারের, ইংল্যান্ডের বিরুদ্ধে নজির গড়লেন নিউ জ়িল্যান্ডের সাউদি

টেস্টে ছক্কা মারার নজির গড়লেন টিম সাউদি। নিউ জ়িল্যান্ডের বোলার ভাগ বসালেন ক্রিস গেলের রেকর্ডে। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম দিন এই নজির গড়েছেন তিনি।

গেলের ছক্কার রেকর্ডে ভাগ, তাঁর কাজ মূলত বল করা। নতুন বলে প্রতিপক্ষ ব্যাটারদের আউট করার দায়িত্ব থাকে তাঁর কাঁধে। সেই টিম সাউদি টেস্টে ছক্কা মারার নজির গড়লেন। নিউ জ়িল্যান্ডের বোলার ভাগ বসালেন ক্রিস গেলের রেকর্ডে। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম দিন এই নজির গড়েছেন তিনি।

হ্যামিল্টনে এই টেস্টই সাউদির ফেয়ারওয়েল টেস্ট। ফলে প্রথম দিন তিনি যখন ব্যাট করতে নামেন তখন তাঁকে গার্ড অফ অনার দেন ইংল্যান্ডের ক্রিকেটারেরা। ব্যাট করতে নেমে বেশি সময় নষ্ট করেননি সাউদি। নিজের ইনিংসের তৃতীয় বলেই বেন স্টোকসের বলে ছক্কা মারেন তিনি। দু’বল পরে আবার স্টোকসের বলে ছক্কা হাঁকান সাউদি। পরের ওভারে গাস অ্যাটকিনসনের বলেও ছক্কা মারেন সাউদি। মাত্র ১০ বলে ২৩ রান করে আউট হন সাউদি। একটি চার ও তিনটি ছক্কা মারেন তিনি।

১০৭টি টেস্টে ৯৮টি ছক্কা মারলেন সাউদি। এই নজির রয়েছে গেলেরও। ১০৩টি টেস্টে ৯৮টি ছক্কা মেরেছেন ওয়েস্ট ইন্ডিজ়ের এই ব্যাটার। এই তালিকায় সকলের উপরে রয়েছেন স্টোকস। ১১০টি ম্যাচে ১৩৩টি ছক্কা মেরেছেন ইংল্যান্ডের অধিনায়ক। দ্বিতীয় স্থানে থাকা ব্রেন্ডন ম্যাকালাম ১০১টি টেস্টে ১০৭টি ছক্কা মেরেছেন। তিন নম্বরে রয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট। ৯৬টি টেস্টে ১০০টি ছক্কা মেরেছেন তিনি।

দ্বিতীয় ইনিংসে সাউদি যদি আর দু’টি ছক্কা মারেন তা হলে টেস্টের ইতিহাসে চতুর্থ ক্রিকেটার হিসাবে ১০০টি ছক্কা হবে তাঁর। এই তালিকায় বাকিরা কিন্তু প্রত্যেকেই ব্যাটার। কিন্তু সাউদি ব্যাটার নন। প্রতিটি টেস্টে ব্যাট করতেও নামতে পারেন না তিনি। ১০৭তম টেস্ট খেললেও ১৫৫টি ইনিংস খেলেছেন তিনি। ফলে তাঁর এই কীর্তি বাকিদের থেকে আলাদা। সেই কারণেই সাউদির প্রশংসা করছেন বিশেষজ্ঞেরা।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles