চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষিত,চ্যাম্পিয়ন্স ট্রফি যে হাইব্রিড মডেল-এ হবে তা আগেই জানিয়ে দিয়েছে আইসিসি। এ বার ঘোষিত হয়ে গেল প্রতিযোগিতার সূচিও। প্রতিযোগিতা শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। ফাইনাল ৯ মার্চ। ভারত-পাকিস্তান ম্যাচ কবে হবে সে দিকে নজর ছিল ক্রিকেটপ্রেমীদের। ২৩ ফেব্রুয়ারি হবে সেই খেলা। দুবাইয়ে মুখোমুখি হবে দুই দল।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু’টি গ্রুপ রয়েছে। প্রতিটি গ্রুপে চারটি করে মোট আটটি দল খেলবে। একটি গ্রুপে রয়েছে— ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউ জ়িল্যান্ড। অপর গ্রুপে রয়েছে— অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। মঙ্গলবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে। প্রথম ম্যাচ ১৯ ফেব্রুয়ারি করাচিতে। মুখোমুখি পাকিস্তান ও নিউ জ়িল্যান্ড।
গ্রুপ পর্ব ও নকআউট মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট ১৫টি ম্যাচ হবে। তার মধ্যে গ্রুপ পর্বে ভারতের তিনটি ম্যাচ হবে দুবাইয়ে। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে খেলবে ভারত। ২৩ ফেব্রুয়ারি প্রতিপক্ষ পাকিস্তান। গ্রুপের শেষ ম্যাচে ২ মার্চ নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারত।
৪ মার্চ হবে প্রথম সেমিফাইনাল। সেই ম্যাচ হবে দুবাইয়ে। অর্থাৎ, ভারত যদি সেমিফাইনালে ওঠে তা হলে তারা প্রথম সেমিফাইনালেই খেলবে। দ্বিতীয় সেমিফাইনাল ৫ মার্চ লাহোরে। ফাইনাল ৯ মার্চ। যদি ভারত ফাইনালে ওঠে তা হলে সেই খেলা হবে দুবাইয়ে। যদি না ওঠে তা হলে লাহোরে হবে ফাইনাল। একমাত্র ফাইনালের জন্যই এক দিন অতিরিক্ত রয়েছে। অর্থাৎ, ৯ মার্চ কোনও কারণে খেলা শেষ না হলে ১০ মার্চ খেলা হবে।