18.8 C
Los Angeles
Thursday, January 2, 2025

বিশেষ সংবাদ Featured News

৩৮ বছর ধরে বিষাক্ত তেজস্ক্রিয়তার মধ্যে বাস, চেরনোবিলের পথকুকুরেরা এখন ‘সুপারডগ’!

বিজ্ঞানীদের ধারণা, চেরনোবিলের বিষাক্ত পরিবেশে মানিয়ে নিয়েছে...

বিশ্বের সবচেয়ে বড় ১০ প্রমোদতরি

বিশ্বের সবচেয়ে বড় ১০ প্রমোদতরি,আধুনিক সময়ের প্রমোদতরিগুলো...

ছেলের পাসের খবরে, কান্নায় ভেঙে পড়লেন বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আফনানের মা

জাতীয়ছেলের পাসের খবরে, কান্নায় ভেঙে পড়লেন বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আফনানের মা

ছেলের পাসের খবরে, এইচএসসিতে জিপিএ-৪.১৭ পেয়ে পাস করেছেন লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত সাদ আল আফনান। তাঁর পাসের খবর শুনে কান্নায় ভেঙে পড়েন তাঁর মা নাছিমা আক্তার।

আজ মঙ্গলবার বেলা ১১টায় সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এরপর আফনানের পাসের খবর তাঁর মাকে জানান প্রতিবেশী ও স্বজনেরা। এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।
আফনান লক্ষ্মীপুর ভিক্টোরি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। তাঁর বাড়ি লক্ষ্মীপুর শহরের ৪ নম্বর ওয়ার্ডে। তিনি ওই এলাকার মৃত সালেহ আহমেদের ছেলে।

কোটা আন্দোলনকে ঘিরে সংঘর্ষে গত ৪ আগস্ট পুরো লক্ষ্মীপুর শহর রণক্ষেত্রে পরিণত হয়। টানা চার ঘণ্টা ধরে শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণ করে সাবেক উপজেলা চেয়ারম্যান সালাহ উদ্দিনসহ তাঁর বাহিনী। এ সময় গুলিতে সাদ আল আফনানসহ নিহত হন চার শিক্ষার্থী। নিহত আফনানকে ওই দিন তাঁর মামার বাড়িতে দাফন করা হয়।

জানতে চাইলে নিহত আফনানের মা নাছিমা আক্তার বলেন, ‘ছেলের ফলে খুশি। কিন্তু যাকে নিয়ে খুশি উদ্‌যাপন করব, সে তো আমার কাছে নেই। গুলি করে ছেলেকে মেরে আমার কোল শূন্য করে দিয়েছে। আফনানের মৃত্যুর প্রায় আড়াই মাস পেরিয়ে গেছে। ছেলেটা শান্তিতে ঘুমিয়ে রয়েছে কবরে।’

নাছিমা আক্তার আরও বলেন, আফনান খুন হওয়ার দুই মাস আগে তাঁর স্বামী মারা যান। স্বামীকে হারিয়ে ছেলেকে ঘিরেই ছিল তাঁর জগৎ। ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন। সেই ছেলেকেই হারাতে হলো।

লক্ষ্মীপুর ভিক্টোরি কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ বলেন, ‘আফনান জিপিএ-৪.১৭ পেয়ে পাস করেছে। এটি আনন্দের। তবে সে তো আমাদের মধ্যে নেই। তাই তার ফল শুনে আনন্দিত হওয়ার কথা থাকলেও ব্যথিত হতে হয়েছে।’

Check out our other content

Check out other tags:

Most Popular Articles