ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে নিহত ১৫ বছর বয়সী স্কুলশিক্ষার্থী জয়ন্ত কুমার সিংয়ের মরদেহ দুদিন পর ফেরত দিয়েছে বিএসএফ।
মঙ্গলবার রাত দেড়টার দিকে ধনতলা বিওপির বিজিবি ও বালিয়াডাঙ্গী থানা পুলিশের কাছে জয়ন্তের মরদেহ হস্তান্তর করে ভারতের ডিঙ্গাপাড়া ক্যাম্পের বিএসএফ ও ইসলামপুর থানা পুলিশ। পরে মরদেহ জয়ন্তের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সোমবার ভোরে ধনতলা সীমান্তে বিএসএফের গুলিতে জয়ন্ত নিহত হয়। কাঁটাতারের কাছে থাকা ছেলের মরদেহ আনতে গেলে জয়ন্তের বাবা মহাদেব কুমার সিং ও প্রতিবেশী দরবারু গুলিবিদ্ধ হন। মহাদেব ও দরবারু ফিরে আসতে পারলেও জয়ন্তের মরদেহ বিএসএফ নিয়ে যায়।
জয়ন্ত ধনতলা ইউনিয়নের বটতলী ঠুমনিয়া গ্রামের বাসিন্দা মহাদেব সিং ও জয়ন্তী রাণীর ছেলে। সে লাহিড়ী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। পরিবারের একমাত্র ছেলে জয়ন্তের মৃত্যুতে পরিবারটি গভীর শোকে মূহ্যমান।