পরকীয়া চর্চা, ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের ডিভোর্সের চর্চা বোধহয় এবার থামল। নিন্দকদের মুখে ছাই দিয়ে সামনে এল একটা ছবি। দেখুন-
1/6অভিনেতা-দম্পতি অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাইকে নিয়ে বিবাহ বিচ্ছেদের যে গুঞ্জন, তা বোধহয় আর ধোপে টিকবে না। যার পিছনে রয়েছে এই একটি ছবি। যা উদ্যোক্তা অনু রঞ্জন এবং অভিনেত্রী আয়েশা ঝুলকা শেয়ার করে নিয়েছেন তাদের নিজ নিজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। যেখানে রাই সুন্দরী ও জুনিয়র বচ্চনকে দেখা গিয়েছে একসঙ্গে।
2/6অনুর শেয়ার করা একটি ছবিতে ঐশ্বর্যকে তাঁর মা বৃন্দ রাইয়ের সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে দেখা গিয়েছে। অনু বৃন্দার হাত ধরেছিল এবং অভিষেক তাঁদের পিছনে দাঁড়িয়েছিল। তারা সকলেই হাসি মুখে ক্যামেরার জন্য পোজ দেন। আর নিন্দকদের মুখে ছাই দিয়ে কালো পোশাকে জুটি বেঁধেছিলেন এদিন আরাধ্যার মা ও বাবা। অভিনেত্রীর পরনে ছিল স্যুট, আর অভিষেককে দেখা গেল বন্ধগলা ও ট্রাউজারে।
3/6অনু এই পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘সো মাচ লাভ ওয়ার্মথ (গোলাপি হার্ট ইমোজি)’। সেই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে এক মহিলা লেখেন, ‘এটা খুব ভালো করেছেন অনু… আপনি সত্যিই সবার মানসিকতা পরিবর্তন করেছেন’। একজন মন্তব্য করেছেন, ‘এবার সমস্ত মিথ্যা গুজব বন্ধ করুন’। আরেকজন লিখেছেন, ‘শক্তিশালী নারীরা সমস্যা এড়াতে কখনোই ডিভোর্স দেন না। তারা সমাধান খোঁজে। গতকাল সন্ধ্যায় একটি পার্টিতে মা ও স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে ঐশ্বর্য রাই’।
4/6আয়েশা জুলেখা তাঁর ইনস্টাগ্রামে ঐশ্বর্যর তোলা সেলফিগুলি শেয়ার করার পাশাপাশি দেন তুষার কাপুর এবং সচিন তেন্ডুলকরের সঙ্গে ফোটোও। আপাতত এই পার্টির ছবিগুলি যাকে বলে আগুনের মতো ছড়াচ্ছে। বচ্চন পরিবারের ভাঙনের খবর নিয়ে যে চর্চা, এখন তা থামে কি না দেখার!
5/6ডিভোর্সের চর্চা শুরু হয়েছিল আম্বানিদের বিয়ে থেকে। যখন দেখা গিয়েছিল গোটা বচ্চন পরিবার একসঙ্গে গিয়েছেন অনন্ত-রাধিকার বিবাহবাসরে। তবে মেয়ে আরাধ্যাকে নিয়ে আলাদা ঐশ্বর্য। এরপর অবশ্য দেখা গিয়েছিল, বিয়ে বাড়ির ভিতরে আলাদা করে বউ মেয়ের সঙ্গে বসেছেন অভিষেক। বচ্চনদের আশেপাশে যাননি ঐশ্বর্য ও আরাধ্যা।
6/6এরপর নভেম্বর মাসে বউ ও মেয়েকে সামাজিক মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা না জানিয়ে, সেই গুঞ্জনে হাওয়া দেন অভিষেক। যদিও পরে দেখা যায়, মেয়ের জন্মদিনের পার্টিতে ছিলেন বাবা। ২০০৭ সালে গাঁটছড়া বাঁধেন ঐশ্বর্য ও অভিষেক। ২০১১ সালের ১৬ নভেম্বর তাদের একমাত্র কন্যা সন্তান আরাধ্যা বচ্চনের জন্ম হয়।
সুত্র: হিন্দুস্থান টাইম বাংলা