18 C
Los Angeles
Wednesday, November 27, 2024

বিশেষ সংবাদ Featured News

স্বচালিত ট্রাক্টর চাষাবাদে বিপ্লব ঘটাবে

স্বচালিত ট্রাক্টর, কানাডায় খামারিদের চাষাবাদে বিপ্লব ঘটাতে...

প্রেমে ফিরতে চান কঙ্গনা-মাধবন!

বিনোদনপ্রেমে ফিরতে চান কঙ্গনা-মাধবন!

প্রেমে ফিরতে, বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত সবসময় বিতর্কে জড়িয়ে থাকেন। অনেক বিতর্ক হয়েছে। তবে এবার প্রেমে ফিরতে চান বলিউড তারকা মাধবন ও কঙ্গনা রানাওয়াত। তাদের নতুন ছবির খবরে পূজার আনন্দ বাড়িয়ে দিয়েছে অনুরাগীদের। খুব শিগগিরই দর্শকদের কাছে রোমান্টিক সিনেমা নিয়ে ফিরছেন এ জুটি।

কঙ্গনা ও মাধবনকে নিয়ে আবারও নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন প্রযোজক ও পরিচালক আনন্দ এল রাই।

আনন্দ এল রাই ঘোষণা দিয়েছেন, প্রেমের সিনেমা ‘তনু ওয়েডস মনু থ্রি’ আসতে চলেছে। এ সিনেমার মাধ্যমে ‘ইমার্জেন্সি’ সিনেমার রাজনৈতিক প্রেক্ষাপট থেকে আবারও রোমান্টিক হিরোইন হিসেবে দেখা মিলবে কঙ্গনার।

জানা যায়, আগের দুই পর্বের অভিনয়শিল্পীদের সঙ্গে থাকবে তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনয়শিল্পীরাও। এরই মধ্যে নতুন সিনেমার জন্য স্ক্রিপ্ট লেখা হয়ে গেছে। গল্প লিখতে আনন্দকে সহায়তা করেছেন লেখক হিমাংশু শর্মা।

নতুন বছরের প্রথমদিকে শুরু হবে ‘তনু ওয়েডস মনু ৩’-র শুটিং। সিনেমাটি নিয়ে প্রযোজক, পরিচালক অফিশিয়াল ঘোষণা দিলেও এখনও পর্যন্ত কঙ্গনা কোনো অফিশিয়াল মন্তব্য করেননি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Check out our other content

Check out other tags:

Most Popular Articles