বাংলাদেশকে ৬০ কোটি ডলার, ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বর্তমান বাজারদরে যার পরিমাণ ৭ হাজার ২০০ কোটি টাকা। অভ্যন্তরীণ সম্পদ আহরণ, সরকারি বিনিয়োগের কার্যকারিতা বৃদ্ধি, সরকারি প্রতিষ্ঠান সংস্কার এবং সুশাসন প্রতিষ্ঠায় এই অর্থ খরচ করা হবে।
আজ বুধবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও এডিবির মধ্যে এ–সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। এটি পলিসি বেজড লোন (পিবিএল)। এতে সই করেন ইআরডি সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবু নিং। এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনা শক্তিশালীকরণ এবং সুশাসন কর্মসূচির আওতায় এই অর্থ খরচ করা হবে। এডিবির পলিসি বেজড লোনের মাধ্যমে সরকারি সেবায় সংস্কার করা হবে, যা বাণিজ্য খরচ যেমন কমাবে, তেমনি রপ্তানিতে বৈচিত্র্য আনবে।
এ বিষয়ে এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবু নিং বলেন, ২০২৭ সালের মার্চের মধ্যে আয়কর ২৫ শতাংশ এবং ভ্যাট ৩০ শতাংশ বৃদ্ধি করার পাশাপাশি প্রকল্পের খরচ ৩০ শতাংশ কমানোর জন্য কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।