কাজী সালাউদ্দিনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর বাফুফে সভাপতি পদে নতুন প্রার্থীর বিষয়ে জল্পনা-কল্পনা শুরু হয়। এরই মধ্যে, মাত্র ২৪ ঘণ্টা না পেরোতেই সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন তরফদার রুহুল আমিন। জেলা, বিভাগ এবং ক্লাবগুলোর সম্মিলিত মতামতের ভিত্তিতে তাঁকে বাফুফে সভাপতি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
রবিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তরফদার রুহুল আমিন তাঁর প্রার্থিতা ঘোষণা করেন। দেশের ফুটবলের রূপরেখা পরিবর্তনের লক্ষ্যে তিনি বলেন, যদি আমরা বিজয়ী হই, তাহলে আগামী চার বছরে ফুটবলের ভিত শক্ত করতে চাই। যাতে আমাদের পর যারা আসবে, তারা একটি মজবুত ভিত্তির ওপর কাজ করতে পারে। আমরা একটি শক্তিশালী ফেডারেশন গড়ে তুলতে চাই এবং সারা দেশে ফুটবলকে আরও ছড়িয়ে দিতে চাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক তারকা ফুটবলার শফিকুল ইসলাম মানিক, সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বিরসহ আরও অনেকে। মঞ্চে উপস্থিত না থাকলেও অনুষ্ঠানে অংশ নেন সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক, ডাকসুর সাবেক নেতা খায়রুল কবির খোকনসহ বিভিন্ন ক্লাবের কর্মকর্তা ও সাবেক খেলোয়াড়রা।