বিদ্রোহীদের সংলাপের আহ্বান,মিয়ানমারের সামরিক শাসক জান্তা আজ শুক্রবার বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা একটি শহরে নতুন করে বিমান হামলা চালিয়েছে। অথচ একদিন আগেই, বৃহস্পতিবার, জান্তা সরকার বিদ্রোহীদের অস্ত্র ত্যাগ করে সংলাপে বসার আহ্বান জানিয়েছিল।
বিশ্লেষকদের মতে, এই সংলাপের আহ্বানটি কৌশলগত ছিল। তাঁদের ধারণা, প্রতিবেশী চীনকে শান্ত রাখতে এবং আগামী বছরের নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতির প্রতি মানুষের আস্থা গড়ে তুলতে সামরিক শাসক এই সংলাপের প্রস্তাব দিয়েছিল। তবে জান্তাবিরোধী দুটি সশস্ত্র গোষ্ঠী সংলাপের প্রস্তাব সঙ্গে সঙ্গেই প্রত্যাখ্যান করেছে।
২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সেনাবাহিনী এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। এর পরপরই দেশটিতে জান্তার বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু হয়।
গত বছরের অক্টোবর থেকে বিদ্রোহীরা মিয়ানমারের কয়েকটি রাজ্যে বড় ধরনের অভিযান পরিচালনা করছে, যা জান্তা সরকারকে বিপর্যস্ত করে তুলেছে। সংখ্যালঘু বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠী এবং গণতন্ত্রপন্থী ‘পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ)’ এই হামলার নেতৃত্ব দিচ্ছে।
বিদ্রোহীরা এরই মধ্যে গুরুত্বপূর্ণ কিছু সীমান্ত ক্রসিং দখলে নিয়েছে। গত মাসে উত্তর মিয়ানমারের শান রাজ্যের লাশিও শহরও বিদ্রোহীরা নিয়ন্ত্রণে নেয়, যার জনসংখ্যা প্রায় দেড় লাখ। ১৯৬২ সালের পর এই প্রথমবারের মতো কোনো এত বড় শহর বিদ্রোহীদের দখলে গেল।