ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং আর নেই। গতকাল বৃহস্পতিবার রাতে নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।
গতকাল স্থানীয় সময় রাত সাড়ে আটটার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় মনমোহন সিংকে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস) হাসপাতালে নেওয়া হয়। রাত ১০টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মনমোহন সিং মারা গেছেন।
এইমসের এক বুলেটিনে জানানো হয়, ‘মনমোহন সিং বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। গতকাল বাড়িতে হঠাৎ অচেতন হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। রাত সাড়ে আটটার দিকে তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। রাত ৯টা ৫১ মিনিটে কর্তব্যরত চিকিৎসকেরা সাবেক এই প্রধানমন্ত্রীকে মৃত ঘোষণা করেন।’
কয়েক মাস ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন মনমোহন সিং। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন।
মনমোহন সিং ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। চলতি বছরের এপ্রিল পর্যন্ত দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য ছিলেন তিনি।