ভারতে সালমান রুশদির, সালমান রুশদির উপন্যাস স্যাটানিক ভার্সেস ৩৬ বছর পর ভারতের দোকানে আবার বিক্রি শুরু হয়েছে। ১৯৮৮ সালে উপন্যাসটি লিখেছিলেন তিনি। পরে তা ভারতে নিষিদ্ধ করা হয়েছিল।
উপন্যাসটির আমদানি ভারতে নিষিদ্ধ করে তৎকালীন সরকার যে ঘোষণা জারি করেছিল, তার কোনো নথি বর্তমানে পাওয়া যায় না। ভারতের বিশাল আমলাতন্ত্রের কোনো মহাফেজখানাতেও সেই নথি সম্প্রতি খোঁজ করেও পাওয়া যায়নি।
এই পরিস্থিতিতে গত মাসে দিল্লির হাইকোর্ট নিষেধাজ্ঞা প্রত্যাহার করে একটি নির্দেশনা জারি করেছেন। এতে বলা হয়েছে, ‘ওই ধরনের কোনো ঘোষণাপত্র না পাওয়ায় (বইটির বেচা-বিক্রি) পুনরায় শুরু করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই।’
নয়াদিল্লির খান মার্কেটের বাহরিসন বুকসেলারস উপন্যাসের বইটি তাদের দোকানে পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গতকাল বৃহস্পতিবার বই বিক্রির পুরোনো এই দোকানটির ম্যানেজার জানান, স্যাটানিক ভার্সেস এখন তাঁদের দোকানে পাওয়া যাচ্ছে। ১ হাজার ৯৯৯ রুপি দাম ধরার পরও সেটির বিক্রি বেশ ভালোই হচ্ছে।
আলোচনা-সমালোচনার কারণে ভারতের অনেকে উপন্যাসটি নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন। ২২ বছর বয়সী দিলীপ শর্মা বলেছেন, ‘আমি আজীবন দ্য স্যাটানিক ভার্সেস নিয়ে অনেক কিছু শুনেছি। কৌতূহলের জায়গা থেকেই আমি উপন্যাসটি পড়তে চাই।’
এদিকে ভারতে সালমান রুশদির উপন্যাসটি আবার বন্ধ করার দাবি উঠেছে। মুসলিমদের কয়েকটি সংগঠন উপন্যাসটির ওপর নিষেধাজ্ঞা পুনরায় আরোপের আহ্বান জানিয়েছে। তাঁদের মতে, উপন্যাসটিতে ইসলামি বিশ্বাসে ‘আঘাত’ দেওয়া হয়েছে।
দ্য গার্ডিয়ান