13 C
Los Angeles
Thursday, January 2, 2025

বিশেষ সংবাদ Featured News

৩৮ বছর ধরে বিষাক্ত তেজস্ক্রিয়তার মধ্যে বাস, চেরনোবিলের পথকুকুরেরা এখন ‘সুপারডগ’!

বিজ্ঞানীদের ধারণা, চেরনোবিলের বিষাক্ত পরিবেশে মানিয়ে নিয়েছে...

বিশ্বের সবচেয়ে বড় ১০ প্রমোদতরি

বিশ্বের সবচেয়ে বড় ১০ প্রমোদতরি,আধুনিক সময়ের প্রমোদতরিগুলো...

ভাল না খেললে বসতে হবেই, ছাঁটাই হওয়া মার্শকে নিয়ে মন্তব্যে কি রোহিতকেই খোঁচা কামিন্সের?

খেলাধুলাভাল না খেললে বসতে হবেই, ছাঁটাই হওয়া মার্শকে নিয়ে মন্তব্যে কি রোহিতকেই খোঁচা কামিন্সের?

শুক্রবার থেকে সিডনিতে শুরু ভারত-অস্ট্রেলিয়া টেস্ট। সেই টেস্টে রোহিত শর্মা বাদ পড়তে পারেন বলে জল্পনা শুরু হয়েছে। এ বার কি রোহিতকে খোঁচা দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও?

ভাল না খেললে বসতে হবেই,সিডনি টেস্টের আগে শিরোনামে রোহিত শর্মা। শুক্রবার থেকে সিডনিতে শুরু ভারত-অস্ট্রেলিয়া টেস্ট। সেই টেস্টে রোহিত শর্মা বাদ পড়তে পারেন বলে জল্পনা শুরু হয়েছে। খারাপ ফর্মের জন্য বসতে হতে পারে ভারত অধিনায়ককে। এ বার কি রোহিতকে খোঁচা দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও?

অস্ট্রেলিয়ার প্রথম একাদশেও বদল হয়েছে। বাদ পড়েছেন মিচেল মার্শ। তাঁর বদলে খেলবেন বিউ ওয়েবস্টার। মার্শের ফর্মের কারণেই যে তাঁকে বাদ দেওয়া হয়েছে তা স্বীকার করে নিয়েছেন কামিন্স। তিনি বলেন, “মার্শ রান পাচ্ছিল না। বলও খুব বেশি করতে পারছিল না। ওর বিশ্রামের প্রয়োজন। তাই ওয়েবস্টারকে নেওয়া হয়েছে। আমরা জানি, মার্শ আমাদের দলের কত গুরুত্বপূর্ণ ক্রিকেটার। কিন্তু ভাল খেলতে না পারলে বসতে হবেই। আশা করি ওয়েবস্টার ভাল খেলবে।”

কামিন্সের এই মন্তব্যের পরে জল্পনা শুরু হয়েছে, ঘুরিয়ে কি তবে রোহিতকেই খোঁচা দিলেন তিনি? রোহিতের ফর্মও খুব খারাপ। চলতি সিরিজ়ে মাত্র এক বার দু’অঙ্কের রান করেছেন তিনি। মিডল অর্ডার, ওপেনিং, কোনও জায়গায় রান পাচ্ছেন না। কামিন্স কি বোঝাতে চাইলেন যে ক্রিকেটে ফর্ম আসল কথা বলে। যত বড় ক্রিকেটারই হোন না কেন, ভাল খেলতে না পারলে তাঁকে বসতে হবে। রোহিতের নাম না নিলেও কামিন্সের ইঙ্গিত কি রোহিতের দিকেই? জল্পনা চলছে।

চলতি সিরিজ়ে সর্বাধিক উইকেটের মালিক জসপ্রীত বুমরাহ। চারটি টেস্টে ৩০টি উইকেট নিয়েছেন তিনি। তাই বুমরাহকে ভয় পাচ্ছে অস্ট্রেলিয়া। সিডনি টেস্টের আগের দিন কামিন্স বলেন, “বুমরাহ খুব ভাল বল করছে। ওর বিরুদ্ধে ব্যাট করা খুব কঠিন। মেলবোর্নে আমি যখন দুই ইনিংসেই নেমেছিলাম, তখন বুমরাহ একটু ক্লান্ত ছিল। তাই আমার ব্যাট করতে সুবিধা হয়েছে। আমি বিভিন্ন ফরম্যাটে বুমরাহের বিরুদ্ধে খেলেছি। ওকে খেলা সত্যিই কঠিন। আমরা আলাদা করে বুমরাহকে নিয়ে ভাবছি।”

কামিন্সের কথা থেকে পরিষ্কার, বুমরাহকে বাড়তি সমীহ করছেন তাঁরা। তিনি জানেন, ম্যাচের যে কোনও পরিস্থিতিতে প্রতিপক্ষ ব্যাটারকে আউট করার ক্ষমতা বুমরাহের রয়েছে। তাঁকে হালকা ভাবে নিতে চাইছেন না কামিন্সেরা। চারটি টেস্ট খেলার পরেও তাই বুমরাহকে নিয়ে আলাদা করে পরিকল্পনা করছেন তাঁরা।

চতুর্থ টেস্টে চোট পেয়েছিলেন মিচেল স্টার্ক। বল করতে কষ্ট হচ্ছিল তাঁর। তার পরেও দুই ইনিংসেই বল করেছিলেন তিনি। সিডনিতেও স্টার্ক খেলবেন। কামিন্স জানিয়েছেন, স্টার্ক নিজেই খেলতে চেয়েছেন। তাঁর বল করতে কোনও সমস্যা হবে না বলেও জানিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles