12.2 C
Los Angeles
Wednesday, November 20, 2024

বিশেষ সংবাদ Featured News

স্বচালিত ট্রাক্টর চাষাবাদে বিপ্লব ঘটাবে

স্বচালিত ট্রাক্টর, কানাডায় খামারিদের চাষাবাদে বিপ্লব ঘটাতে...

মুক্তির অনুমতি পেয়েছে ‘নয়া মানুষ’

বিনোদনমুক্তির অনুমতি পেয়েছে ‘নয়া মানুষ’

মুক্তির অনুমতি পেয়েছে, তরুণ নির্মাতা সোহেল রানা বয়াতির প্রথম সিনেমা ‘নয়া মানুষ’। ২৩ অক্টোবর সার্টিফিকেশন সনদ দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড।

আ মা ম হাসানুজ্জামানের ‘বেদনার বালুচরে’ গল্প অবলম্বনে ছবিটির চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনয়শিল্পী রওনক হাসান ও মৌসুমী হামিদ।

জি-সিরিজের ব্যানারে নান্দনিক ফিল্মসের প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটি চলতি বছরেই মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে বলে জানান সিনেমার প্রযোজক নাজমুল হক ভূঁইয়া।

অভিনয়শিল্পী রওনক হাসান ও মৌসুমী হামিদের সঙ্গে পরিচালক সোহেল রানা বয়াতি। পরিচালকের সৌজন্যে

চলচ্চিত্রটি নিয়ে নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, ‘বানভাসি মানুষের গল্প “নয়া মানুষ” গল্পের মতোই নানা দুর্যোগ মোকাবিলা করে চলচ্চিত্রটি আনকাট মুক্তির অনুমতি পেয়েছে। নির্মাণের বিভিন্ন পর্যায়ে যাঁরা পাশে ছিলেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা। দ্রুত সময়ে চলচ্চিত্রটি দর্শকদের কাছে পৌঁছে দিতে চাই।’

‘নয়া মানুষ’ সিনেমায় সুজলা চরিত্রে দেখা যাবে মৌসুমী হামিদকে। সিনেমাটি নিয়ে তিনি বলেন, ‘চরের মানুষের জীবনের গল্প নিয়ে “নয়া মানুষ” সিনেমা। বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষের কাহিনি। আমিও তাঁদেরই একজন। চরের মধ্যে অনেক কষ্ট করে শুটিং করেছি। সারা দিন শুটিং করতে হয়েছে। চরের মধ্যেই থেকেছি। তবে একজন অভিনেত্রী হিসেবে কষ্টটা উপভোগ করেছি।’

২০২২ সালের অক্টোবরে চলচ্চিত্রটির চিত্রধারণ শুরু হয়। কিন্তু সিত্রাংয়ের তাণ্ডবে শুটিং সেট চরম ক্ষতিগ্রস্ত হয় এবং কাজ বন্ধ হয়ে যায়। ২০২৩ সালের এপ্রিলে সিনেমার কাজ শেষ হয়েছে।

কমল চন্দ্র দাসের চিত্র গ্রহণে চলচ্চিত্রটিতে আরও অভিনয় করছেন আশীষ খন্দকার, ঝুনা চোধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি, শিশুশিল্পী ঊষশী প্রমুখ।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles